অ্যাকসেসিবিলিটি লিংক

 
ঝিনাইদহে পুর্ববাংলার কমিউনিস্ট পার্টি কমান্ডারসহ ৩ জনকে গুলি করে হত্যা

ঝিনাইদহে পুর্ববাংলার কমিউনিস্ট পার্টি কমান্ডারসহ ৩ জনকে গুলি করে হত্যা


প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডারসহ তিনজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২১ ফেব্রয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশান ঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন— হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের বাসিন্দা হানেফ আলী, তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম।

পুলিশ জানায়, একই স্থানে ২০০৩ সালের ৫ ডিসেম্বর ৫ জনকে হত্যা করা হয়। সে সময় জাসদ গণবাহিনী ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, “নিহত তিনজনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। পাশে দুটি মোটরসাইকেল ও তাদের ব্যবহৃত হেলমেট পড়ে ছিল।”

তিনি বলেন, “নিহত হানিফ প্রায় দুই ডজন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। হরিণাকুন্ডুর কুলবাড়িয়া গ্রামের আলফাজ উদ্দিন হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হয়। উচ্চ আদালতেও ফাঁসির রায় বহাল থাকলে হাসিনা সরকারের আমলে প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিশেষ ক্ষমা নিয়ে হানিফ এলাকায় ফিরে আসেন। এরপর থেকে তিনি হরিণাকুন্ডু উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি নিযুক্ত হন এবং 'আওয়ামী লীগের নাম ভাঙিয়ে' এলাকায় প্রভাব প্রতিপত্তি বিস্তার করেন।”

XS
SM
MD
LG