শুক্রবার জার্মান পুলিশ জানিয়েছে যে তারা ১৮ বছর বয়সী একজন রুশকে, জাতীয় নির্বাচনের ঠিক দু দিন আগে “ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” হয়ে আক্রমণের পরিকল্পনা করার সন্দেহে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাতে এই লোককে বার্লিনের পাশে ব্রান্ডেনবার্গ রাজ্যে আটক করা হয় বলে এক বিবৃতিতে পুলিশ ও সরকারি আইনজীবিরা জানিয়েছেন।
কর্তৃপক্ষ আক্রমণের এই ষড়যন্ত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কিন্তু ট্যাগেসপিয়েগেল সংবাদপত্রটি জানায় যে এই সন্দেহভাজন লোকটি চেচেন এবং মনে করা হচ্ছে সে ইসরায়েলি দূতাবাসের উপর হামলা চালানোর পরিকল্পনা করছিল।
দাপ্তরিক সময়ের পর মন্তব্যের জন্য ইসরায়েলি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং রাষ্ট্রীয় আইনজীবি ও রাশিয়ার দূতাবাসও রয়টার্সের চা্ওয়া মন্তব্যে তাত্ক্ষণিক কোন সাড়া দেয়নি।
শুক্রবার জার্মান সংবাদপত্র বিল্ড জানায় যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে তদন্ত চলছে। এতে বলা হয়েছে বার্লিনের বার বিমান বন্দর থেকে সন্দেহভাজন ব্যক্তিটি দেশ ত্যাগের চেষ্টা করার সময়ে তাকে সেখানেই আটক করা হয়।
গোপন খবর পাওয়ার পর দাঙ্গা পুলিশ ও বিশেষ কর্মকর্তারা এই গ্রেপ্তারের কাজে সংযুক্ত ছিলেন।
তারা আরও বলছেন,“তদন্তের খাতিরে এর উদ্দেশ্য ও পটভূমি এই মূহুর্তে আর বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।
লোকটিকে শুক্রবার আদালতে হাজির করা হয় এবং তাকে রিম্যান্ডে নেওয়া হয়।
রবিবারের আসন্ন ফেডারেল নির্বাচনের আগে জার্মান কর্তৃপক্ষ অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেওয়া হয়েছে।