অ্যাকসেসিবিলিটি লিংক

 
হোয়াইট হাউসের কর্মকর্তারা আশা করছেন ইউক্রেন খনিজ চুক্তি মেনে নেবে

হোয়াইট হাউসের কর্মকর্তারা আশা করছেন ইউক্রেন খনিজ চুক্তি মেনে নেবে


গে লর্ড ন্যাশনাল রিসোর্ট ও কনভেনশান সেন্টারে কনজার্ভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে ভাষণ দিচ্ছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। অক্সেন হিল, মেরিল্যান্ড, ২১ ফেব্রুয়ারি , ২০২৫।
গে লর্ড ন্যাশনাল রিসোর্ট ও কনভেনশান সেন্টারে কনজার্ভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে ভাষণ দিচ্ছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। অক্সেন হিল, মেরিল্যান্ড, ২১ ফেব্রুয়ারি , ২০২৫।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা শুক্রবার বলেন যে তিনি আশা করছেন ইউক্রেন তাদের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাবিত চুক্তিটি মেনে নেবে এবং তাতে স্বাক্ষর করবে। এই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা তহবিলের কিছু ক্ষতি পুষিয়ে তুলতে পারবে।

ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার বৃহত্তর নিস্পত্তির অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন বিরল খনিজ পদার্থের জন্য এই চুক্তির প্রস্তাব দিয়েছে।

মাইক ওয়াল্টজের এই মন্তব্যের আগের খবরে বলা হয় যে ইউক্রনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি প্রাথমিক প্রস্তাবটি নাকচ করে দেয়ার পর ট্রাম্প প্রশাসন, কিয়েভকে খনিজ চুক্তির একটি সংশোধিত ভাষ্য পাঠায়।

ওয়াশিংটনের অদূরে বার্ষিক কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্স (সিপ্যাক)-এ ওয়াল্টজ বলেন, “দেখুন এটাই হচ্ছে শেষ কথা: প্রেসিডেন্ট জেলেন্সকি ওই চুক্তিটি স্বাক্ষর করতে যাচ্ছেন । আর আপনারা খুব অল্প সময়ের মধ্যেই তা দেখবেন । আর সেটা ইউক্রেনের জন্য ভালো হবে”।

ট্রাম্প ও জেলেন্সকির মধ্যে তীক্ষ্ণ বাক্য বিনিময়ের পর ওয়াল্টজ এই মন্তব্য করলেন। ট্রাম্প এর আগে মন্তব্য করেন যে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করেছে, যার বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুশ প্রভাবিত ”অপ-তথ্যের বিশ্বে” বাস করছেন।

ট্রাম্প এর জবাবে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন জেলেন্সেকি “নির্বাচন বিহীন একজন স্বৈরশাসক”।

শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান স্টেট গভর্নর এসোসিয়েশনে ভাষণ দেওয়ার সময়ে ট্রাম্প জেলেন্সকির সঙ্গে তার পরোক্ষ বাক্য বিনিময়ের প্রসঙ্গটি তুলে ধরেন। ট্রাম্প গভর্নরদের বলেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে "খুব ভালো আলোচনা" করেছেন তবে "ইউক্রেনের সাথে ভালো আলোচনা হয়নি"। তিনি বলেন ইউক্রেন কথা বলার সময় “কঠোর অবস্থান” নেয় কিন্তু বেশি দরকষাকষির মত অবস্থায় তারা নেই।

ইউক্রেন ও রাশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলোগ (ডানে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে কথা বলছেন। কিয়েভ, ইউক্রেন, ২০ ফেব্রুয়ারি, ২০২৫।
ইউক্রেন ও রাশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলোগ (ডানে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে কথা বলছেন। কিয়েভ, ইউক্রেন, ২০ ফেব্রুয়ারি, ২০২৫।

ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার জন্য তার বিশেষ দূত কিথ কেলোগকে জেলেন্সকির সঙ্গে বৈঠক করতে বৃহস্পতিবার কিয়েভে পাঠান। ওই বৈঠকের পরের মন্তব্যগুলিতে আভাস পা্ওয়া যায় যে সম্পর্ক এখন মসৃণ হয়েছে।

জেলেন্সকি তার সামাজিক মাধ্যম এক্স-এ ইতিবাচক মন্তব্য করেন।

জেলেন্সকি বলেন, “জেনারেল কেলোগের সঙ্গে আমার বৈঠক আশা ফিরিয়ে এনেছে আর আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় সমঝোতা চাই- এমন সমঝোতা যা সত্যিই কাজে দেবে। আমি আমার টিমকে দ্রুত এবং যথোচিত ভাবে কাজ করার নির্দেশ দিয়েছি”।

জেলেন্সকি আরও বলেন, “আমরা সকলেই – ইউক্রেন, ইউরোপ, আমেরিকা এবং গোটা বিশ্ব, শান্তি চাই”।

কেলোগ তার এক্স আকাউন্টে জেলেন্সকির মন্তব্য আবার পোস্ট করেন এবং বলেন, “যে দেশটি যুদ্ধে রয়েছে তার যুদ্ধরত ও সাহসী নেতা [জেলেন্সকি] এবং তার প্রতিভাবান জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বিস্তারিত ও ইতিবাচক আলোচনা [হয়েছে]”।

ইউক্রেনের আশংকা হচ্ছে যে ট্রাম্প এমন শর্তে যুদ্ধ বন্ধ করতে যাচ্ছেন যা হয়ত মস্কোর অনুকুলে হবে। রাশিয়া ইউক্রেনের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত অঞ্চলের প্রায় এক পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে।

বৃহস্পতিবার সিপ্যাক বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন যে ট্রাম্প ইউক্রেনে “হত্যা বন্ধ করাতে চান এবং “আমেরিকান জনগণের স্বার্থেই শান্তি” চান।

রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনা শেষে ভ্যান্স বলেন,“আমরা শান্তির সন্ধিক্ষণে আছি”। তিনি এই সংঘাত নিস্পত্তিতে ইউক্রেনের ভূমিকার কথা উল্লেখ করেননি যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন যে এই নিস্পত্তিতে কিয়েভ ও মস্কো উভয়ই সম্পৃক্ত থাকবে এবং শান্তি অর্জনের জন্য (তাদের) ছাড় দিতে হবে”।

ইউক্রেন সম্পর্কে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ইউরোপীয় নেতারা প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দের সংকল্প ব্যক্ত করেছেন এবং কেউ কেউ যুদ্ধ যদি শেষ হয় তা হলে সেখানে যুক্তরাষ্ট্র সমর্থিত ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা বিবেচনা করছেন। ক্রেমলিন বলছে যে এই পরিকল্পনা উদ্বেগের একটি বড় কারণ তবে জেলেন্সকি ও নেটো এটিকে স্বাগত জানিয়েছেন।

(এই প্রতিবেদনে কিছু তথ্য সরবরাহ করেছেন ভরোজকো কপ্রোভিজ, মিরোস্লাভা গোংগাদজে ও প্যাটসি উইদাকুসওয়ারা । আরও কিছু তথ্য এসেছে এপি, রয়টার্স ও এএফপি থেকে।)

XS
SM
MD
LG