শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী পশ্চিম তীরে সামরিক বাহিনীকে তাদের তৎপরতা আরও জোরালো করার নির্দশে দিয়েছেন। এর ঠিক আগে তেল আবিবের শহরতলী বাত ইয়ামে বাসগুলির উপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
কর্মকর্তারা বলেছেন বৃহস্পতিবার রাতের এ বিস্ফোরণে কেউ আহত হয়নি এবং বাসে তখন কোন যাত্রী ছিল না।
শুক্রবার পশ্চিম তীরে সফরের সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সংবাদদাতাদের বলেন তিনি সন্ত্রাসবাদীদের স্পষ্ট বার্তা দিতে চান।
তিনি বলেন , “ গতকাল অসামরিক লোকজনের উপর যে গুরুতর আক্রমণ চালানোর চেষ্টা আমাদের থমকে দেবে না। আমরা উগ্রবাদী ইসলামি সন্ত্রাসবাদের সঙ্গে লড়ছি আর আমরা এখানে, গাজায় ও সর্বত্রই জয়লাভ করবো”।
তিনি বলেন “সন্ত্রাসবাদিদের” জন্য তার বিশেষ বার্তা হচ্ছে , আমরা তোমাদের উপর নজর রাখছি, সন্ত্রাসী কাজ করা কিংবা সন্ত্রাসবাদ পরিচালনার ক্ষেত্রে তোমাদের কারও যদি কোন রকম সম্পৃক্ততা থাকে তা হলে অবিলম্বে তোমাদের এর জন্য কড়া মূল্য দিতে হবে”।
এ দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেইত আর ইসরায়েলের সীমান্ত রক্ষীদের নিয়ে পশ্চিম তীরে অভিযান চালানোর খবর দিয়েছে।
ওই প্রতিবেদনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলে গত সপ্তাহে পশ্চিম তীরে ৯০ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় এবঙ ১৫টির ও বেশি অস্ত্র জব্দ করা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যে বিশেষ দুভেদান ইউনিট ২১৭ যা কীনা পশ্চিম তীরের জন্য নিয়োজিত পশ্চিম তীরের অদূরে ইকতাবা শহরে ৫ জন তথাকথিত সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে এই ইউনিটটি প্রচুর অস্ত্র শস্ত্র এবং বিস্ফোরক ও জব্দ করে। এই সন্তেহভাজরা যে ভবনে ছিল সেখানেই এই সব অস্ত্র রাখা হয়েছিল।
শুক্রবার দিনে আরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি অনুযায়ী জিম্মি শিরি বিবাসের মৃতদেহ ফেরত দিতে ব্যর্থ হামাস এর জন্য "মূল্য দেবে"।
নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেছেন, “জীবিত ও মৃত সকল জিম্মিদের সঙ্গে শিরিকে দেশে ফেরাতে আমরা দৃঢ়ভাবে পদক্ষেপ নেব এবং চুক্তির এই নিষ্ঠুর ও অশুভ লঙ্ঘনের জন্য হামাস যাতে পুরোপুরি মূল্য চোকায়, তা নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, “তারা শুধু ইয়ারদেন বিবাস (বাবা), তরুণী মা শিরি ও তাদের দুই ছোট শিশুকে অকল্পনীয় নিষ্ঠুরভাবে অপহরণ করেনি, বরং ছোট দেবদূতের মতো দুই সন্তানের কাছে শিরিকে ফিরিয়ে দিতে তারা ব্যর্থ হয়েছে; পরিবর্তে কফিনের মধ্যে গাজার এক নারীর মৃতদেহ রেখে দিয়েছে।”
রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, হামাস শুক্রবার বলেছে, "শিরি বিবাস"কে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তুপ থেকে তুলে আনা অন্য জনের দেহাবশেষের সঙ্গে শিরির দেহাবশেষ সম্ভবত মিশে গেছে।
ইসরায়েল ও জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অধীন সর্বশেষ মুক্তি প্রক্রিয়ায় তিনজন ইসরায়েলি জিম্মি ও এক পরিচয়বিহীন নারীর দেহ বৃহস্পতিবার ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হয়।
জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যাননও অসনাক্ত মরদেহ হস্তান্তরের জন্য হামাসের নিন্দা করেন।
এই প্রতিবেদনের কিছু তথ্য সরবরাহ করেছে এপি, এএফপি ও রয়টার্স।