অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির কথা বলেছেন রুবিও


আফগানিস্তানের নানগারহার প্রদেশে ইসলামিক স্টেট জঙ্গিদের একটি চেকপয়েন্টে টহল দিচ্ছেন স্থানীয় পুলিশের একজন সদস্য। ৭ জুলাই, ২০১৮। ফাইল ছবি।
আফগানিস্তানের নানগারহার প্রদেশে ইসলামিক স্টেট জঙ্গিদের একটি চেকপয়েন্টে টহল দিচ্ছেন স্থানীয় পুলিশের একজন সদস্য। ৭ জুলাই, ২০১৮। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার বলেন, তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে এমন কিছু শাসনহীন অঞ্চল রয়েছে যেখানে চরমপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা চালানোর সুযোগ রয়েছে।ত

সিবিএস-এর সাবেক সংবাদদাতা ক্যাথরিন হেরিজ এক্স-এ এক সাক্ষাৎকারে রুবিওকে প্রশ্ন করেন, আল-কায়েদা ও ইসলামিক স্টেট আফগানিস্তানে নিরাপদ আশ্রয় স্থাপন করেছে- গোয়েন্দা তথ্য এমন ইঙ্গিত দিচ্ছে কিনা যা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার আগের অবস্থার সাথে তুলনীয়।

রুবিও বলেন যে এটি ১/১১ পূর্ববর্তী প্রেক্ষাপটের মত নয়, তবে তিনি মনে করেন যখনই এমন কোনো সরকার থাকে, যার নিজ অঞ্চলের প্রতিটি অংশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই, তেমন অবস্থা এই গোষ্ঠীকে সুযোগ তৈরি করে দেয়।

যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক বলেন, ১০ বছর আগের সাথে আজকের সময়ের পার্থক্য হলো, তাদের লক্ষ্যবস্তু করা ও অনুসরণ করার মতো আমেরিকান সক্ষমতা আমাদের কাছে নেই।

রুবিও আরও বলেন, কিছু কিছু ক্ষেত্রে যখন “আইসিস বা আল-কায়েদা আপনার দেশের এই অংশে তৎপরতা চালাচ্ছে” এমনটা তালিবানকে জানানো হয় তখন তালিবান সহযোগিতা করে এবং তাদের বিরুদ্ধে অভিযান চালায়। অন্যান্য ক্ষেত্রে ততটা তৎপরতা দেখায় না বলে জানান তিনি।

“তাই আমি বলবো যে, আমি এটাকে ৯/১১ পূর্ববর্তী সময়ের সাথে তুলনা করবো না, তবে এটি অবশ্যই অনেক বেশি অনিশ্চিত- এবং এটি কেবল আফগানিস্তানে সীমাবদ্ধ নয়”, বলেন রুবিও।

তালিবান রুবিও-র মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি, তবে তারা বারবার পুরো দেশের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে এবং আফগানিস্তানের মাটিতে কোনো বিদেশী সন্ত্রাসী সংগঠন রয়েছে এমন মন্তব্য তারা প্রত্যাখ্যান করেছে।

তালিবান গোয়েন্দা সংস্থার সুরক্ষায় আল-কায়েদা সদস্যরা আফগানিস্তান জুড়ে আশ্রয় পাচ্ছে বলে জাতিসংঘ রিপোর্ট করার কয়েকদিন পর রুবিও এ মন্তব্য করলেন।

জাতিসংঘের মূল্যায়নে তুলে ধরা হয়েছে, তালিবান কর্তৃপক্ষ এবং আফগান ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ছাড়াও আইএস-কে সমর্থকরা ইউরোপ পর্যন্ত হামলা চালিয়েছে। এতে আরও বলা হয়, এই গোষ্ঠীটি আফগানিস্তানের সীমান্তবর্তী মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো থেকে সক্রিয়ভাবে কর্মী নিয়োগের চেষ্টা করেছে।

XS
SM
MD
LG