প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে ব্ল্যাক হিস্ট্রি মান্থ উদযাপন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সারপ্রাইজ গেস্ট হিসেবে সেখানে ছিলেন গল্ফ কিংবদন্তি টাইগার উডস। সেখানে উপস্থিত অন্যান্য ক্রীড়াবিদদের ট্রাম্প স্বাগত জানান।
ট্রাম্প আরও ঘোষণা করেন যে তিনি তার প্রশাসনে অ্যালিস জনসনকে নিয়োগের পরিকল্পনা করেছেন এবং তিনি ক্ষমা ও পুনর্বাসন ইস্যু নিয়ে কাজ করবেন। অ্যালিস একজন জেল সংস্কারপন্থী আইনজীবী, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প ২০২০ সালে ক্ষমা করেছিলেন।
হোয়াইট হাউসে ব্ল্যাক হিস্ট্রি মান্থ উপলক্ষ্যে অভ্যর্থনার আয়োজন একটি ঐতিহ্য।