অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাশ প্যাটেল পেলেন এফবিআই’এর নেতৃত্ব


ফাইল- এফ বি আই ‘য়ের পরিচালক পদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মনোনীত কাশ প্যাটেল সেনেট জুডিশিয়ারি কমিটিতে শপথ নিচ্ছেন। ৩০ জানুয়ারি ২০২৫ ।
ফাইল- এফ বি আই ‘য়ের পরিচালক পদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মনোনীত কাশ প্যাটেল সেনেট জুডিশিয়ারি কমিটিতে শপথ নিচ্ছেন। ৩০ জানুয়ারি ২০২৫ ।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলির সংস্কারে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা বৃহস্পতিবার আরও এক ধাপ এগিয়ে গেল যখন সেনেটের আইন প্রণেতারা ৫১-৪৯ ভোটে ফেডারেল তদন্ত ব্যুরো (এফবিআই) -এর পরিচালক পদে ক্যাশ প্যাটেলের মনোনয়নকে অনুমোদন দিলেন।

বৃহস্পতিবারের এই ভোটের আগে সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বলেন, “সাম্প্রতিক বছরগুলিতে এফবিআই আমেরিকান জনগণের আস্থা হারিয়েছে। আর এর বেশির ভাগই এই ধারণার কারণে ঘটছে যে রাজনীতি এফবিআই-এর গুরুত্বপূর্ণ কাজগুলিকে সংক্রমিত করেছে”।

থুন বলেন, “আমাদের দরকার সকল আইনপ্রয়োগকারীর একত্রে কাজ করবে এবং আমাদের দেশের সামনের প্রকৃত হুমকির দিকে মনোযোগ দেবে। এফবিআই-এর মধ্যে সংহতি ফিরিয়ে আনতে এবং তার গুরুত্বপূর্ণ মিশনের দিকে আলোকপাত করতে আমি মি প্যাটেলের সঙ্গে কাজ করতে উদগ্রীব হয়ে রয়েছি”।

অন্য রিপাবলিকানরা একই অনুভূতির প্রতিধ্বনি করেন।

এ মাসের গোড়ার দিকে সেনেটে প্যাটেলের মনোনয়ন তুলে ধরার আগে সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্র্যাসলি বলেন, “এফবিআই রাজনৈতিক পক্ষপাতিত্ব দ্বারা সংক্রমিত হয়েছে এবং আমেরিকান জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। মি. প্যাটেল সেটা জানেন, মি. প্যাটেল সেটা প্রকাশ করেছেন এবং মি. প্যাটেলকে লক্ষ্যবস্তু করা হয়েছিল”।

এ মাসের গোড়ার দিকে এফবিআই’য়ের নেতৃত্ব দিতে মি প্যাটেলের প্রয়োজনীয়তা সম্পর্কে রিপাবলিকান সেনেটর মার্শা ব্ল্যাকবার্ণ বলেন, “দু'ধরণের অধিকার, দু'ধরণের আচরণ এবং দু'ধরণের বিচার প্রক্রিয়ায় আমেরিকান জনগণ ক্লান্ত ও বিরক্ত”।

তবে, প্যাটেলের অনুমোদনের বিরুদ্ধে ডেমক্র্যাটদের সঙ্গে দুজন রিপাবলিকানও ভোট দেন। তারা হচ্ছেন সেনেটর সুজান কলিন্স ও লিসা মার্কোস্কি। কিন্তু রিপাবলিকান দলের অবশিষ্ট সেনেটরদের সমর্থনে অল্প ব্যবধানে প্যাটেল এই বিজয় লাভ করেন।

এই ভোটের ফলে প্যাটেল দেশের গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থার নেতৃত্ব দানের দায়িত্ব পেলেন। তিনি এমন এক সময়ে ব্যুরোকে ঢেলে সাজানোর ব্যাপারে নেতৃত্ব দানের সংকল্প ব্যক্ত করলেন যখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচকরা এই সংস্থার স্বাধীন ঐতিহ্যের অবসান ঘটানোর নেতৃত্ব দেওয়ার জন্য এবং ট্রাম্পের অগ্রাধিকারের সঙ্গে ব্যুরোকে এক করে ফেলার জন্য প্রশাসনকে অভিযুক্ত করেন।

প্যাটেল হচ্ছেন সাবেক কৌঁসুলি ও ফেডারেল প্রসিকিউটার যিনি ট্রাম্পের আগের মেয়াদে পেন্টাগনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

নভেম্বর মাসে প্যাটেলের মনোনয়নের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে ট্রাম্প তার প্রশংসা করে বলেন তিনি “রাশিয়াকে উন্মুক্ত করতে, রাশিয়ার ধোঁকাবাজিকে তুলে ধরতে এবং সত্য, জবাবদিহিতা ও সংবিধানের সমর্থক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন”।

তবে ডেমক্র্যাটরা বার বার প্যটেলের যোগ্যতা ও সততা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই বলে দোষারোপ করেছেন যে দোষী সাব্যস্ত ২০২১ সালে ৬ জানুয়ারি ক্যাপিটলের দাঙ্গাকারীদের তিনি “রাজনৈতিক বন্দি” বলে বর্ণনা করেছেন এবং ট্রাম্প বিরোধীদের বিচার করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে তথ্যপ্রদানকারীদের উল্লেখ করে বলেন যে তারা ক্যাপিটল হিলের দাঙ্গা তদন্তের জন্য নিয়োজিত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের জোর করে তাড়িয়ে দিতে এফবিআই-এর প্রচেষ্টা সম্পর্কে আইনপ্রণেতাদের মিথ্যা কথা বলার জন্য প্যাটেলকে অভিযুক্ত করেন।

গত মাসে তার পদে নিয়োগ অনুমোদনের শুনানির সময়ে প্যাটেল এই সব অভিযোগ প্রত্যাখ্যান করেন যে তার কাছে শত্রুদের তালিকা আছে অথবা তিনি ট্রাম্পের বিরোধী বা শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন।

শুনানির সময় প্যাটেল আইন প্রণেতাদের বলেন, “মনোনয়ন নিশ্চিত হলে আমার পেছনে যাবো না এবং পেছনে ফেরার ব্যাপারে আমার আগ্রহ বা ইচ্ছা কোনটাই নেই। এফবিআই’কে রাজনীতিকরণ করা হবে না । এফবিআই কোন প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না”।

তিনি বলেন, “এফবিআই-এর পরিচালক হিসেবে আমার মনোনয়ন নিশ্চিত হলে কেবল একটা জিনিষ হবে আর তা হলো আইন প্রয়োগকারীদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হবে না, এমন একটি অরাজনৈতিক পরিবেশ তৈরি করা হবে যেখানে সংস্থার সবার সংবিধানের প্রতি কঠোর ও সম্পূর্ণ আনুগত্য থাকবে এবং সবার জন্য বিচার ব্যবস্থা একই হবে”।

এফবিআই-এর পরিচালককে প্রেসিডেন্ট মনোনয়ন দেন এবং সেনেট সেটা অনুমোদন করে তবে এর মেয়াদ ১০ বছরের বেশি নয়।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ক্যাথেরিন জিপসনের কাছ থেকে নেয়া হয়েছে।)

XS
SM
MD
LG