অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের দূত কেলোগের সাথে বৈঠকে জেলেন্সকি 

যুক্তরাষ্ট্রের দূত কিথ কেলোগ বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকির সাথে সাক্ষাৎ করেছেন। তবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার তিন বছরব্যাপী যুদ্ধ নিয়ে চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং জেলেন্সকির বাক-বিতণ্ডার মাঝে তারা যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্ক স্বাভাবিক করতে পেরেছেন কি না, সে বিষয়ে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি।

কেলোগ ইউক্রেনের রাজধানীতে আসার পর বলেন যে, তিনি জেলেন্সকির মতামত শোনার জন্য এসেছেন। এর আগে কিয়েভে কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন, কারণ, যুদ্ধ শেষ করার উপায় বের করার লক্ষ্যে সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কূটনীতিকদের বৈঠক থেকে ইউক্রেনকে বাদ দেয়া হয়েছিলো।

কেলোগ আর জেলেন্সকির বৈঠকের পর দু’জনের একটি যৌথ সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু ইউক্রেনীয়রা জানায় যে, আমেরিকানদের অনুরোধে সেটা বাতিল করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকিকে “নির্বাচন-বিহীন স্বৈরশাসক” বলে অভিহিত করেন। এর আগে জেলেন্সকি অভিযোগ করেন যে, ট্রাম্প রাশিয়া-প্রভাবিত একটি “ অপতথ্য জগতে” বাস করছেন।


XS
SM
MD
LG