যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে বা সিপ্যাক উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার অন্যান্য অধিবেশনে ক্রিপ্টোকারেন্সি এবং মধ্যপ্রাচ্য শান্তি নিয়ে আলোচনা রয়েছে, এবং গাজায় হামাসের হাতে জিম্মিদের আত্মীয়স্বজনদের নিয়ে একটি প্যানেলও থাকবে।
ভ্যান্স বলেন তিনি বিশ্বাস করেন যে, ইউরোপীয় দেশগুলোর জন্য “সবচেয়ে বড় হুমকি” হলো “যাচাই-বিহীন বিদেশী অভিবাসীদের ” আগমন। তিনি অভিবাসন এবং বিদেশে নেতৃত্ব দেয়ার ব্যাপারে কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সমালোচনা করেন।
তিনি বলেন ট্রাম্পের একটি মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে “অবৈধ (বেআইনিভাবে বসবাসরত) বিদেশীদের বের করা।” তবে যুক্তরাষ্ট্রে বসবাস করা এক কোটি ১০ লক্ষ বৈধ কাগজপত্র-বিহীন অভিবাসীকে গণহারে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছেন, তার কাজ হোয়াইট হাউসে তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম মাসে থেমে থেমে শুরু হয়েছে।
“আমরা লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে ” পশ্চিমা দেশগুলোতে প্রবেশ করতে দিয়ে “পশ্চিমা সভ্যতা পুনর্নির্মাণ করতে পারবো না,” ভ্যান্স বলেন। “আমরা সীমান্ত চাই, আমরা সার্বভৌমত্ব চাই।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং আর্জেন্টিনা, ইতালি আর স্লোভাকিয়ার ক্ষমতাসীন নেতারা ওয়াশিংটনের বাইরে গুরুত্বপূর্ণ রক্ষণশীল নেতাদের এই তিন দিনব্যাপী সম্মেলনে ভাষণ দেবেন।