ছবিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে ফিরতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
এয়ার ফোর্স ওয়ানে ওয়াশিংটনে ফেরার পথে উপস্থিত এক সংবাদদাতার প্রশ্নের জবাবে তিনি বলেন, হামাস ও ইসরায়েলের যুদ্ধ শেষ হলে গাজার নিয়ন্ত্রণ নিতে তার পরিকল্পনার বিকল্প হিসাবে আরব নেতাদের আলোচিত কোনো প্রস্তাবপত্র তিনি দেখেননি।
তিনি বলেন, “আমি দেখিনি। দেখলেই আমি জানিয়ে দেব।”
ট্রাম্প বলেছেন, “আমরা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করেছি এবং জিম্মিদের ফিরিয়ে আনছি। আমরা তাদের (জিম্মিদের) বাড়িতে ফিরিয়ে আনছি, তাদের পরিবারের কাছে।”
তিনি আরও যোগ করেন, কয়েকজন জিম্মির “শারীরিক অবস্থা বেশ খারাপ।”
ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি "সম্ভব"। চীন ট্রাম্পের শুল্ক নীতির প্রধান লক্ষ্য।
ট্রাম্প বলেছেন, তিনি আগামী এক মাসের মধ্যে বা তার আগেই কাঠ, গাড়ি, সেমিকন্ডাক্টর এবং ফার্মাসিউটিক্যাল পণ্যের উপর শুল্ক সংক্রান্ত ঘোষণা দেবেন।