অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প বলছেন, গাজা নিয়ে মিশরের পালটা প্রস্তাব তিনি দেখেননি


হোয়াইট হাউসের সাউথ লনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে। ওয়াশিংটন। ফটোঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
হোয়াইট হাউসের সাউথ লনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে। ওয়াশিংটন। ফটোঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার সন্ধ্যায় বলেছেন, হামাস ও ইসরায়েলের যুদ্ধ শেষ হলে গাজার নিয়ন্ত্রণ নিতে তার পরিকল্পনার বিকল্প হিসাবে আরব নেতাদের আলোচিত কোনো প্রস্তাবপত্র তিনি দেখেননি।

এয়ার ফোর্স ওয়ানে উপস্থিত এক সংবাদদাতার প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি দেখিনি। দেখলেই আমি জানিয়ে দেব।”

চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, গাজা থেকে প্রায় ২০ লক্ষ ফিলিস্তিনিকে প্রতিবেশী জর্ডান ও মিশরে জোর করে তিনি পাঠিয়ে দিতে ইচ্ছুক। তিনি জানান, যুক্তরাষ্ট্র এই ভূখণ্ডের “মালিক” হবে এবং একে “মধ্যপ্রাচ্যের রিভিয়েরা”তে রূপান্তরিত করা হবে। আরব দেশগুলি ট্রাম্পের এই প্রস্তাবকে দ্রুত প্রত্যাখ্যান করে।

ট্রাম্প এই সিদ্ধান্তে বদ্ধপরিকর নাকি আরব দেশগুলির কাছে ছাড় আদায় করতে শুধুমাত্র হুমকি দিয়েছিলেন, তা স্পষ্ট নয়। চলতি সপ্তাহে সৌদির যুবরাজ মহম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, দ্বিতীয় অনুমানটিই সঠিক হতে পারে; তিনি পাল্টা প্রস্তাব দিতে আঞ্চলিক নেতাদের আহ্বান জানান।

সৌদির যুবরাজ মিশর, জর্ডান এবং গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে শুক্রবার রিয়াদে বৈঠক করবেন; তাদের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে গাজার পুনর্নির্মাণের জন্য আরব ও উপসাগরীয় দেশগুলি থেকে তিন বছরে প্রায় ২ হাজার কোটি ডলার সংগ্রহ করতে মিশরের পরিকল্পনাসহ অন্যান্য উপায়। এই পরিকল্পনা অনুযায়ী গাজাবাসীদের অন্যত্র জোর করে স্থানান্তরিত করা হবে না এবং ফিলিস্তিনিরাই এই ভূখণ্ড শাসন করবে।

ট্রাম্প বলেছেন, “আমরা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করেছি এবং জিম্মিদের ফিরিয়ে আনছি। আমরা তাদের (জিম্মিদের) বাড়িতে ফিরিয়ে আনছি, তাদের পরিবারের কাছে।” তিনি আরও যোগ করেন, কিছু জিম্মির “শারীরিক অবস্থা বেশ খারাপ।”

মিশরের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদপত্র আল-আহরামে বলা হয়েছে, ওই প্রস্তাব অনুযায়ী গাজায় আবাসিক এলাকা হিসেবে ভ্রাম্যমাণ বাড়ি ও আশ্রয় শিবির সম্বলিত “নিরাপদ অঞ্চল” গড়ে তোলা হবে; অন্য দিকে মিশরীয় ও আন্তর্জাতিক নির্মাণ সংস্থাগুলি বিধ্বস্ত অবকাঠামো পুনরায় নির্মাণ করবে।

যুদ্ধ-পরবর্তী গাজাকে শাসন করতে হামাসের সঙ্গে সম্পৃক্ত নন এমন টেকনোক্র্যাট ও গোষ্ঠী নেতাদের নিয়ে জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করার আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে।

এই পরিকল্পনায় প্যালেস্টিনিয়ান অথরিটির (পিএ) সমর্থন রয়েছে কিনা তা স্পষ্ট নয়। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংগঠন; এরা বর্তমানে পশ্চিম তীরে কিছু অংশ শাসন করে এবং ২০০৬ সালে হামাসের কাছে নির্বাচনে পরাজিত হওয়ার আগে পর্যন্ত গাজা শাসন করত।

XS
SM
MD
LG