ছবিতে দেখা যাচ্ছে, রোমের জেমেলি হাসপাতালে যেখানে পোপ ফ্রান্সিস ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য পরীক্ষা-নিরীক্ষার জন্য ভর্তি আছেন, সেখানে পোপ জন পল দ্বিতীয়-এর মূর্তির নিচে মোমবাতি ও অন্যান্য শ্রদ্ধার্ঘ রাখা হয়েছে। বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
পোপ ফ্রান্সিসের দুইটি ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে।
পোপ, যাঁর বয়স ৮৮ বছর, তাঁর শারীরিক অবস্থাকে নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে ভ্যাটিকান জানিয়েছে যে তিনি হাসপাতালে "শান্তিতে রাত" কাটিয়েছেন।
ভ্যাটিকান আরও বলেছে, পোপ ফ্রান্সিসের রক্ত পরীক্ষার ফলাফলেও "সামান্য উন্নতি" দেখা গেছে।