অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্প মার-আ-লাগোতে বক্তব্য রাখছেন 

ছবিতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচের মার-আ-লাগোতে বক্তব্য রাখছেন। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫।

ট্রাম্প আপাতদৃষ্টে ইঙ্গিত দেন যে ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের জন্য ইউক্রেনই দায়ী ছিল। সেইসঙ্গে তিনি দাবি করেছেন যে কিয়েভ আলোচনার মাধ্যমে যুদ্ধ থামাতে পারতো।

সেদিন এর আগে ইউক্রেনের যুদ্ধ থামানোর ব্যাপারে সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনায় ইউক্রেন উপস্থিত ছিল না।

ইউক্রেন বৈঠকে আমন্ত্রণ না পাওয়ার কথা তোলাতে ট্রাম্প বলেছেন যে তারা তিন বছর ধরে সেখানে ছিল।

"আপনাদের কখনো এটা শুরু করা উচিত হয়নি। আপনারা একটা চুক্তি করতে পারতেন," তিনি বলেন।

ইউক্রেনকে রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বিধ্বংসী সংঘর্ষে পরিণত হয়েছে।

ট্রাম্প বলেছেন, তিনি ফেব্রুয়ারির শেষের দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

এছাড়া, ট্রাম্প ইউক্রেনে নতুন নির্বাচনের প্রস্তাব দিয়েছেন, যা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সম্ভাব্য প্রতিস্থাপনের দিকে ইঙ্গিত করে। তার মেয়াদ গত বছর শেষ হওয়ার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউরোপীয় ইউনিয়নকে একপর্যায়ে শান্তি আলোচনা বা সমাধানে যুক্ত হতে হবে, এবং যে কোনো সমাধান সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য হতে হবে।

তিনি বলেন, তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র একটি ‘ন্যায্য’ ও ‘টেকসই’ সমাধান নিয়ে কাজ করছে। তবে শান্তি অর্জনের জন্য মস্কো ও কিয়েভ উভয়কেই ছাড় দিতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মস্কোর বিরদ্ধে ট্রাম্পকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন।


XS
SM
MD
LG