অ্যাকসেসিবিলিটি লিংক

 
এক ব্রিটিশ দম্পতির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনলো ইরান

এক ব্রিটিশ দম্পতির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনলো ইরান


ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের মাধ্যমে ক্রেগ ও লিন্ডসে ফোরম্যানের পরিবারের কাছ থেকে এই দম্পতির তারিখবিহীন ছবি। কোন স্থানে এই ছবিটি তোলা হয়েছে তা জানা নেই। লন্ডন, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫।
ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের মাধ্যমে ক্রেগ ও লিন্ডসে ফোরম্যানের পরিবারের কাছ থেকে এই দম্পতির তারিখবিহীন ছবি। কোন স্থানে এই ছবিটি তোলা হয়েছে তা জানা নেই। লন্ডন, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার জানিয়েছে, গত মাসে ইরানে আটক এক ব্রিটিশ দম্পতির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে ইরান।

ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এই দম্পতির নাম ক্রেগ এবং লিন্ডসে ফোরম্যান বলে জানিয়েছে।

ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজান জানিয়েছে ,“আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে ইরানে প্রবেশ করেন এবং দেশের বিভিন্ন প্রদেশ থেকে তথ্য সংগ্রহ করেন”। ইরান এই দম্পতির সঙ্গে “বৈরি দেশগুলির” যোগাযোগ আছে বলে অভিযোগ করে।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মঙ্গলবার বলেন, “ইরানে দু জন ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে এই খবরে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। আমরা সরাসরি ইরানের কাছে এই বিষয়টি উত্থাপন করছি”।

দ্য এসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূত হিউগো শর্টার এই দম্পতির সঙ্গে দক্ষিণঞ্চলীয় শহর কারমানের কারাগারে দেখা করেছেন । সেখানে ইরানের সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র দপ্তর বলেছে তারা এই দম্পতিকে কনসুলারের মাধ্যমে সহায়তা প্রদান করছেন এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন।

তাদের গ্রেপ্ততারের পর এই দম্পতির পরিবার শনিবার এক বিবৃতিতে বলেন,“ ঘটনার এই অপ্রত্যাশিত মোড় আমাদের গোটা পরিবারের জন্য প্রচন্ড উদ্বেগ সৃষ্টি করেছে এবং এই দূর্যোগের সময়ে আমরা তাদের নিরাপত্তা ও ভালো থাকা নিশ্চিত করার উপর গভীর ভাবে মনোযোগ দিচ্ছি”। পরিবারের তরফ থেকে আরও বলা হয় যে “ নিরাপত্তার সঙ্গে তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করার সংকল্পে আমরা একতাবদ্ধ”।

এপি’র একটি প্রতিবেদন অনুযায়ী এই দু’জন মোটর সাইকেলে করে বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলন এবং তারা ৩০ ডিসেম্বর আর্মেনিয়ার সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশ করেন।

পাশ্চাত্যের দেশগুলোর সঙ্গে দরকষাকষিতে ছাড় পেতে ইরান বহুদিন ধরেই পশ্চিমি বন্দিদের আটক রাখার বিষয়টিকে ব্যবহার করে আসছে। ইরান অবশ্য এ বিষয়টি অস্বীকার করে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এসেছে এপি,রয়টার্স ও এএফপি থেকে।

XS
SM
MD
LG