অ্যাকসেসিবিলিটি লিংক

 
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক 

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক 

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের বৈঠকের দিন ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দেখা যাচ্ছে। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫।

আল-থানি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

আমির দুই দিনের সফরে ভারতে এসেছেন। এক দশকের মধ্যে এটাই তার প্রথম ভারত-সফর। আমির ২০১৫ সালের মার্চে শেষবার ভারতে আসেন।

দ্বিপাক্ষিক বৈঠকের সময়, ভারত এবং কাতার তাদের সম্পর্ককে 'কৌশলগত অংশীদারিত্বে'র ক্ষেত্রে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে স্মারক বিনিময় করেছে। দুটি দেশ কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা সংক্রান্ত একটি চুক্তি সাক্ষর করে; তারা 'দ্বৈত কর এড়ানো এবং আর্থিক ফাঁকি প্রতিরোধ' সংক্রান্ত আরেকটি সংশোধিত চুক্তি বিনিময় করেছে।

কাতারের পররাষ্ট্র বাণিজ্য বিষয়ক মন্ত্রী আহমদ বিন মোহাম্মদ আল সায়েদ বলেছেন, তারা ভারতের সাথে তেল এবং গ্যাসের বাইরে ব্যবসা সম্প্রসারণে মনোযোগ দিচ্ছেন।


XS
SM
MD
LG