অ্যাকসেসিবিলিটি লিংক

 
যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে ইউক্রেন যুদ্ধ ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে ইউক্রেন যুদ্ধ ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা


সৌদি আরবের রিয়াদে অবস্থিত দিরিয়াহ প্রাসাদে আমেরিকান, সৌদি ও রুশ কর্মকর্তারা বৈঠক করছেন (১৮ ফেব্রুয়ারি, ২০২৫)
সৌদি আরবের রিয়াদে অবস্থিত দিরিয়াহ প্রাসাদে আমেরিকান, সৌদি ও রুশ কর্মকর্তারা বৈঠক করছেন (১৮ ফেব্রুয়ারি, ২০২৫)

মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিবিদরা দুই দেশের সম্পর্ক ও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটানোর সম্ভাবনা নিয়ে বেশ কয়েক ঘণ্টা আলোচনা করেছেন।

বৈঠকের আগে উভয় পক্ষ প্রত্যাশার মাত্রা কমিয়েছে। তারা এই আলোচনাকে প্রাথমিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে, এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রুশ নেতা ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি আলোচনার পথ সুগম হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ।

রাশিয়ার পক্ষ থেকে বৈঠকে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পুতিনের সিনিয়র সহযোগী ইউরি উশাকভ।

ইউক্রেনের নেতারা জানিয়েছেন, তাদেরকে এই বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়নি। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার যুক্তরাষ্ট্রের ইউক্রেন বিষয়ক বিশেষ প্রতিনিধি কিথ কেলগ-এর সঙ্গে বৈঠক করবেন।

যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা ইউরোপের নেতাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে, যারা সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের নিজের ভবিষ্যত সংক্রান্ত আলোচনায় কিয়েভের যোগদানের প্রয়োজনীয়তা এবং ইউরোপের দেশগুলোকে যথোপযুক্ত ভূমিকা রাখার কথা উল্লেখ করেছেন, এবং সামগ্রিকভাবে বিষয়টিকে তাদের নিজেদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে চিহ্নিত করেছেন।

সোমবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপের নেতাদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে অংশ নেন, যেখানে তারা প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি ও ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন

ফরাসি নেতা জানান, প্যারিসের আলোচনার পর তিনি ট্রাম্প ও জেলেন্সকির সঙ্গে কথা বলেছেন। তিনি আরও বলেন, ইউরোপীয়, আমেরিকান ও ইউক্রেনীয়দের একত্রে কাজ করা জরুরি।

জেলেন্সকি “বলিষ্ঠ ও নির্ভরযোগ্য” নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা জানিয়ে বলছেন, এটা করা না হলে রাশিয়া আবারও ইউক্রেন বা ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধ শুরু করবে।

XS
SM
MD
LG