বান্দরবানের লামা থেকে অপহৃত ২৫ জন রাবার শ্রমিক মুক্তি পেয়েছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, তাদের ‘মুক্তিপণের বিনিময়ে’ ছেড়ে দেওয়া হয়েছে।
রাবার বাগানের এক মালিক জানিয়েছেন সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে অপহৃত শ্রমিকদের কোন জায়গা ছাড়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেনও ঢাকার সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোরকে অপহৃত ২৫ শ্রমিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
রাবার কোম্পানি মালিক ফোরকান ঢাকার আরেক পত্রিকা সমকালকে জানান, "দশ লাখ টাকা মুক্তিপণের মাধ্যমে শ্রমিকদের ছেড়ে দিয়েছে। ছাড়ার আগে শ্রমিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।"
এর আগে সোমবার রাবার বাগানের মালিকদের সঙ্গে কথা বলে অপহৃত ২০ জন শ্রমিকের নাম জানা গেছে।
তারা হলেন, মো. ফারুক (২৬), আয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), আবদুল খালেক (২০), আবদুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুন (৩০), রমিজ উদ্দিন (৩২), সৈয়দ নুর (২৮), মো. কায়ছার (৩৮), মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মো. মঞ্জুরুল (৩০), আবছার আলী (২৫), খায়রুল আমিন (৩০), আবু বক্কর (২৮), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। বাকি ৬ জনের নাম জানা যায়নি।
মুরুংঝিরি এলাকার রাবারবাগানের মালিক শাহাজাহান বলেন, "সন্ত্রাসীরা ৬টি বাগান থেকে ২৬ জনকে অপহরণ করেছে। এরমধ্যে তার বাগান থেকে ১২ জনকে নিয়ে যায়।"
সন্ত্রাসীরা অপহরণের শিকার এক শ্রমিকের মুঠোফোন থেকে রবিবার বিকেলে তাকে ফোন করে।
বাগানের প্রত্যেক শ্রমিকের জন্য ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করেছে বলেও জানান তিনি।