অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার কর্মকর্তাদের বৈঠক

ছবিতে সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরিয়াহ প্রাসাদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোসাদ বিন মোহাম্মদ আল-আইবান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভকে তাদের বৈঠকের সময় দেখা যাচ্ছে। সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫।

ইউক্রেনে মস্কোর প্রায় তিন বছরের যুদ্ধ অবসানের লক্ষ্য হাতে নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা সৌদি আরবে আলোচনায় বসেন।

রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ "ইউক্রেন সংঘাতের সমাপ্তির পথ খুঁজতে যত দ্রুত সম্ভব উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়োগের" বিষয়ে সম্মত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন যে সমগ্র মহাদেশের নিরাপত্তা ইস্যুগুলোর পূর্ণাঙ্গ বিবেচনা ছাড়া একটি স্থায়ী, দীর্ঘমেয়াদী ও কার্যকর সমাধান সম্ভব নয়।

ওয়াশিংটন জানিয়েছে, উভয় পক্ষ দুই দেশের মধ্যে সম্পর্কের বাধা ও মতভেদ দূর করতে "একটি পরামর্শমূলক প্রক্রিয়া গঠনের" বিষয়ে সম্মত হয়েছে। এছাড়া ভবিষ্যতে সহযোগিতার জন্য একটি ভিত্তি তৈরি করতেও তারা একমত হয়েছে।

অন্যদিকে, রাশিয়া আলোচনার ফলাফল নিয়ে তুলনামূলক কম তথ্য দিয়েছে। তারা জানিয়েছে, তারা তাদের নীতিগত অবস্থানগুলো নিয়ে আলোচনা করে তা তুলে ধরেছে। তার পাশাপাশি ভিন্ন ভিন্ন আলোচক দল সময়মতো এ বিষয়ে যোগাযোগ রাখবে বলে সম্মত হওয়ার কথা জানিয়েছে।

রিয়াদে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রুবিও বলেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটলে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক উন্নতির সুযোগ সৃষ্টি হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বের অসাধারণ সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনার দরজা খুলতে যে চাবি প্রয়োজন, তা হলো এই সংঘাতের সমাপ্তি।"


XS
SM
MD
LG