ছবিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সৌদি আরব সফরের সময় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে দেখা যাচ্ছে। সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে মঙ্গলবার রাশিয়ার কূটনীতিকদের সাথে প্রত্যাশিত আলোচনাসহ বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সৌদি আরবে পৌঁছেছেন।
রবিবার প্রচারিত এক সাক্ষাৎকারে রুবিও ট্রাম্পের সাথে পুতিনের বৈঠক প্রসঙ্গে সিবিএসের “ফেস দ্য নেশন”-কে বলেন, “শান্তির প্রক্রিয়া এক বৈঠকের বিষয় নয়।”
রুবিও বলেন, “আমরা আগামী দিন ও সপ্তাহগুলোতে দেখবো ভ্লাদিমির পুতিন টেকসই ও ন্যায্যভাবে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় আগ্রহী কিনা।”
রুবিও বলেন, চলতি সপ্তাহে সৌদি আরবে যাইই ঘটুক না কেন,একবার ‘সত্যিকার আলোচনা’ শুরু হলে ইউক্রেনকে ‘সম্পৃক্ত হতে হবে’।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গত সপ্তাহের ফোনালাপে দুই নেতা রাশিয়ার প্রতিবেশীর বিরুদ্ধে তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর জন্য আলোচনা শুরু করতে সম্মত হন।
ইউক্রেন যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং শান্তি আলোচনায় ইউরোপের ভূমিকা থাকবে না- যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এমন ইঙ্গিতের প্রেক্ষিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে সোমবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইউরোপীয় নেতারা আলোচনায় বসেন।