অ্যাকসেসিবিলিটি লিংক

 
মির্জা ফখরুল: 'বাংলাদেশের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে চাইলে ভারতের তিস্তা ইস্যুর সমাধান করতে হবে'

মির্জা ফখরুল: 'বাংলাদেশের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে চাইলে ভারতের তিস্তা ইস্যুর সমাধান করতে হবে'


লালমনিরহাটের এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৭ ফেব্রুয়ারি, ২০২৫।
লালমনিরহাটের এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৭ ফেব্রুয়ারি, ২০২৫।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

"বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন", সোমবার (১৭ ফেব্রুয়ারি) লালমনিরহাটের এক জনসভায় এই কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

'জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উত্তরবঙ্গের পাঁচটি জেলার ১১ পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করেছে বিএনপির 'তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।'

বিএনপি মহাসচিব বলেন, "আওয়ামী লীগ ১৫ বছরে বাংলাদেশকে বেঁচে দিয়েছে কিন্তু তিস্তার একফোঁটা পানি আনতে পারে নাই। ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি নদী আছে, প্রত্যেকটা নদীতেই তারা বাঁধ বসিয়ে রেখেছে।"

নদী নিয়ে দুই দেশের বিরোধ

অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে অগ্রগতির অভাব বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি করে যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় ইস্যু হয়ে দাঁড়ায়। ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও, শুধু মাত্র একটি – গঙ্গা – নিয়ে পানি বণ্টন চুক্তি আছে।

বাংলাদেশ ২০১০ সাল থেকে তিস্তা নদী নিয়ে চুক্তি করার জন্য চেষ্টা করছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে সেখানে কোন অগ্রগতি হয় নি।

গত জুন মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা নিয়ে কোন অগ্রগতি না হওয়ায় বিরোধীদল বিএনপি তার তীব্র সমালোচনা করে।

XS
SM
MD
LG