অ্যাকসেসিবিলিটি লিংক

 
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ পাওইডজে বিমান ঘাঁটি পরিদর্শন করলেন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ পাওইডজে বিমান ঘাঁটি পরিদর্শন করলেন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী কোসিনিয়াক কামসিজকে নিয়ে সে দেশের পাওইডজে বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ১৫ ফেব্রুয়ারি, ২০২৫।

এর আগে কামসিজের সঙ্গে ওয়ারসতে এক সংবাদ সম্মেলনে হেগসেথ দুই দেশের মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন।⁣

হেগসেথ বলেন, “এই মহাদেশে পোল্যান্ডকে আমরা আদর্শ মিত্র হিসেবে দেখছি; কেবল নিজেদের প্রতিরক্ষায় নয়, বরং আমাদের যৌথ প্রতিরক্ষা ও এই মহাদেশের প্রতিরক্ষায় তারা বিনিয়োগ করতে ইচ্ছুক।”⁣

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর এবং নতুন ট্রাম্প প্রশাসনের প্রথম সদস্য হিসেবে নেটো বৈঠকেও অংশ নেন তিনি।


XS
SM
MD
LG