অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্টস ডে: এয়ার ফোর্স ওয়ান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে মুহুর্তের নোটিসে বিশ্বের যে কোনও প্রান্তে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সৌভাগ্যবশত, আধুনিক কালের প্রেসিডেন্টদের বিভিন্ন ধরনের পরিবহন মাধ্যম (বা বিকল্প) ব্যবহারের সুযোগ রয়েছে—এর মধ্যে রয়েছে এয়ার ফোর্স ওয়ানে চেপে উড়ে যাওয়ার ব্যবস্থা।

প্রেসিডেন্টকে বহনকারী যে কোনও এয়ার ফোর্স-এর বিমানের নাম, 'এয়ার ফোর্স ওয়ান'। তবে কমান্ডার-ইন-চিফের যাতায়াতের জন্য বিশেষভাবে সজ্জিত নির্দিষ্ট বিমানগুলিকেই মূলত 'এয়ার ফোর্স ওয়ান' বলে চিহ্নিত করা হয়।

বর্তমানে ব্যাপকভাবে কাস্টমাইজড বোয়িং ৭৪৭-২০০বি সিরিজের দুটি বিমানের একটি এই নামে পরিচিত; এর ‘টেইল কোড’ হল ২৮০০০ ও ২৯০০০। বিমান হিসেবে এয়ার ফোর্সের ডেসিগনেশন হল ভিসি-২৫এ।

এয়ার ফোর্স ওয়ান হল প্রেসিডেন্সির সবচেয়ে স্বীকৃত প্রতীকগুলির মধ্যে একটি, যা শুধু আমেরিকান সংস্কৃতিতে নয়, সারা বিশ্বে অগণিত এই প্রতীকের সাথে পরিচিত। “ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা”র লিপি, আমেরিকান পতাকা এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সীলমোহর নিয়ে এটি পৃথিবীর যে প্রান্তেই উড়ে যায় সেখানেই এর এক অনস্বীকার্য উপস্থিতি টের পাওয়া যায়।

মাঝ আকাশে পুনরায় জ্বালানি ভরে নিতে সক্ষম এয়ার ফোর্স ওয়ানের অজস্র ধরন রয়েছে এবং প্রেসিডেন্টের যেখানে প্রয়োজন সেখানে এটি তাকে নিয়ে যেতে পারে। বিদ্যুৎ- চুম্বকীয় তরঙ্গের মোকাবিলায় এর মধ্যে থাকা ইলেক্টনিক্সকে শক্ত ও কঠিন করা হয়েছে এবং উন্নততর দৃঢ় ও নিরাপদ যোগাযোগ সরঞ্জাম দিয়ে এয়ার ফোর্স ওয়ানকে সাজানো হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের উপর হামলার ঘটনা ঘটলে, সচল কমান্ড কেন্দ্র হিসেবে কাজ করবে এই বিমান।

বিমানের মধ্যে তিনটি স্তরে চার হাজার বর্গফুট জায়গা রয়েছে প্রেসিডেন্ট ও তার সহযাত্রীদের ব্যবহারের জন্য; এর মধ্যে রয়েছে প্রেসিডেন্টের জন্য সুবিস্তৃত স্যুইট, যেখানে আছে একটি বিশাল দফতর, শৌচাগার ও সম্মেলন কক্ষ। এয়ার ফোর্স ওয়ানে রয়েছে একটি মেডিকেল স্যুইট যা অস্ত্রোপচার-কক্ষ হিসেবে কাজ করতে পারে এবং এর জন্য রয়েছেন স্থায়ী একজন চিকিৎসক। এই বিমানের দুটি খাবার প্রস্তুত কক্ষ একসঙ্গে ১০০ জনকে খাবার সরবরাহ করতে সক্ষম।

প্রেসিডেন্টের সহযাত্রীদের জন্য এয়ার ফোর্স ওয়ানে একাধিক কোয়ার্টার রয়েছে; এই সহযাত্রীদের মধ্যে রয়েছেন সিনিয়র উপদেষ্টা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, সফরসঙ্গী প্রেস ও অন্যান্য অতিথিরা। প্রেসিডেন্টকে প্রত্যন্ত স্থানে প্রয়োজনীয় যানবাহন ও পরিষেবা সরবরাহ করতে বেশ কয়েকটি পণ্যবাহী বিমান সাধারণত এয়ার ফোর্স ওয়ানের সাথে উড়তে থাকে।

এয়ার ফোর্স ওয়ান রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করে প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপ; এই গ্রুপ হোয়াইট হাউস সামরিক দফতরের অংশ। প্রেসিডেন্সিয়াল পাইলট অফিস হিসেবে এয়ারলিফট গ্রুপটি ১৯৪৪ সালে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্টের নির্দেশে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী ১৫ বছর ধরে, প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৯ সালের আগস্টে ভিসি-১৩৭এ (একটি বোয়িং ৭০৭ স্ট্রাটোলিনার) চড়ে ইউরোপে যাওয়ার আগে পর্যন্ত বিভিন্ন পাখা-চালিত বিমান প্রেসিডেন্টদের সেবা ও সহযোগিতা করেছে।

প্রেসিডেন্ট জন এফ. কেনেডি প্রথম প্রেসিডেন্ট যিনি ১৯৬২ সালে এমন একটি জেট বিমানে ভ্রমণ করেন যেটি প্রেসিডেন্টদের ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল; সেটি ছিল একটি সংশোধিত বোয়িং ৭০৭।

আজ, “ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা”র লিপি, আমেরিকান পতাকা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সীলমোহর নিয়ে এয়ার ফোর্স ওয়ান পৃথিবীর যে প্রান্তেই উড়ে যায় সেখানেই এর এক অনস্বীকার্য উপস্থিতি টের পাওয়া যায়। সবাইকে জানান দেয় প্রেসিডেন্ট আসছেন।

(সূত্রঃ হোয়াইট হাউস ওয়েবসাইট)


XS
SM
MD
LG