অ্যাকসেসিবিলিটি লিংক

ডেটোনা ৫০০ নাসকার অটো রেসে প্রেসিডেন্ট ট্রাম্প

ফ্লোরিডার ডেটোনা বিচে ডেটোনা ইন্টারন্যাশনাল স্পিডওয়েতে অনুষ্ঠিত নাসকার ডেটোনা ৫০০ অটো রেসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে। রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫।

সঙ্গে শিশুটি ট্রাম্পের নাতনি ক্যারোলিনা।

ডেটোনা ৫০০ হলো ৫০০ মাইল (৮০৫ কিলোমিটার) দীর্ঘ একটি নাসকার কাপ সিরিজ মোটর রেস, যা প্রতি বছর ফ্লোরিডার ডেটোনা বিচে ডেটোনা ইন্টারন্যাশনাল স্পিডওয়েতে অনুষ্ঠিত হয়।

ট্রাম্প এর আগে ২০২০ সালে দ্বিতীয় মেয়াদের জন্য প্রচারণা চালানোর সময় ডেটোনা ৫০০ রেসে উপস্থিত ছিলেন।

তখন তিনি গ্র্যান্ড মার্শাল হিসেবে দায়িত্ব পালন করেন এবং রেস কর্তৃপক্ষ তাকে ড্রাইভারদের ইঞ্জিন চালু করার আনুষ্ঠানিক নির্দেশনা দেয়ার দায়িত্ব পালন করার সুযোগ দিয়ে সম্মান জানান।


XS
SM
MD
LG