📷 জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে, আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সাথে দেখা করেছেন। মিউনিখ, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এখন জার্মানী সফরে রয়েছেন। আগের দিন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সাথে বৈঠক করেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে টেলিফোনে তিনি এবং রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন প্রায় তিন বছর ব্যাপী সংঘাত বন্ধের জন্য ইউক্রেনের নেতার সঙ্গে “ অবিলম্বে” আপোষ আলোচনা করতে সম্মত হয়েছেন।