মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন।
বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, "ফলপ্রসূ আলোচনা" হয়েছে। পরবর্তীতে কী পদক্ষেপ নেয়া হবে সে বিষয়েও।
সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইউক্রেনের জন্য এমন একটি সমাধান চায় যা "টেকসই, দীর্ঘস্থায়ী শান্তি" বয়ে আনবে, তবে তা কীভাবে অর্জিত হবে তা তিনি বিস্তারিত বলেননি।
তিনি বলেছেন, আলোচনা অব্যাহত থাকবে এবং "অগ্রসর" হবে, তবে বিস্তারিত কিছু জানাননি।
ওদিকে বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন যে তাদের "আলোচনা ভালো" হয়েছে এবং এটি "আমাদের প্রথম বৈঠক, শেষ নয়"।
তিনি আরও বলেন, "আসলে আমাদের যা করতে হবে তা হল আরও আলোচনা করা, আরও কাজ করা এবং পরিকল্পনা প্রস্তুত করা, কীভাবে পুতিনকে থামানো যায় এবং যুদ্ধ শেষ করা যায়।" এর আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের সাথে একটি শান্তি পরিকল্পনায় সম্মত হলেই তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসবেন৷
তিনি যোগ করেছেন যে ইউক্রেন "খুব বেশি" শান্তি চায় - তবে এর জন্য সত্যিকারের নিরাপত্তা গ্যারান্টি দরকার। এসময় তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিও কৃতজ্ঞতা জানান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে টেলিফোনে তিনি এবং রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন প্রায় তিন বছর ব্যাপী সংঘাত বন্ধের জন্য ইউক্রেনের নেতার সঙ্গে “ অবিলম্বে” আপোষ আলোচনা করতে সম্মত হয়েছেন।