অ্যাকসেসিবিলিটি লিংক

 
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে ১১ জন খনি শ্রমিক নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে ১১ জন খনি শ্রমিক নিহত


বালুচিস্তান প্রদেশ, পাকিস্তান
বালুচিস্তান প্রদেশ, পাকিস্তান

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বালুচিস্তান প্রদেশের কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, সড়কের পাশে রাখা বোমার সঙ্গে গাড়ির ধাক্কায় কমপক্ষে ১১ জন কয়লা খনির শ্রমিক নিহত ও ছয়জন আহত হয়েছে।

বিদ্রোহ পীড়িত এই প্রদেশের হারনাই জেলায় একটি কয়লা খনির কাছে ভোরবেলা এই ঘটনা ঘটেছে। উল্লেখ্য, এই প্রদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির বক্তব্যকে উদ্ধৃত করে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।”

ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দফতর বলেছে, খনি শ্রমিকদের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন এবং “সন্ত্রাসবাদকে নির্মূল করতে সক্রিয়ভাবে কাজ করছে” তার সরকার।

বালুচিস্তানে বোমা বিস্ফোরণের দায় কেউ তাৎক্ষণিকভাবে নেয়নি। বালুচ জঙ্গিরা এখানে সরকারি ও বেসরকারি খনিজ সম্পদ উত্তোলন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ও কর্মীদের উপর প্রায়শই হামলা চালায়।

বালুচ লিবারেশন আর্মি (বিএলএ), বিশেষ করে মজিদ ব্রিগেড নামে পরিচিত তাদের আত্মঘাতী বোমারু বিভাগ বালুচিস্তানে সাম্প্রতিক প্রায় সকল হামলার দায় স্বীকার করেছে; এই হামলার ফলে বহু বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।

৩১ জানুয়ারি পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর অন্তত ১৮ জন সৈন্যকে হত্যা করা হয়; এই প্রদেশের কালাত জেলায় এ দিন সৈন্যদের বাসের উপর হামলা চালায় বিএলএ জঙ্গিরা। গত কয়েক মাসে নিরাপত্তা বাহিনীর জন্য এটা ছিল অন্যতম ভয়াবহ দিন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চলতি সপ্তাহে প্রকাশিত তাদের সর্বশেষ আন্তর্জাতিক সন্ত্রাসজনিত হুমকির মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করেছে, বালুচিস্তানে “কয়েকটি ব্যাপক প্রাণঘাতি হামলা”র পিছনে রয়েছে বিএলএ।

জাতিসংঘের দুই সদস্য রাষ্ট্রের বক্তব্য উদ্ধৃত করে এই প্রতিবেদনে বলা হয়েছে, “মজিদ ব্রিগেড টিটিপি (তেহরিক-ই-তালিবান পাকিস্তান), আইএসআইএল-কে (ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত-খোরাসান) ও ইটিআইএম/টিআইপির (ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট) সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে; সেই সঙ্গে আফগানিস্তানে তাদের কার্যপরিচালনা ঘাঁটিগুলিতে দ্বিতীয় গোষ্ঠীর সঙ্গে সমন্বয় গড়ে তুলেছে।”

বৈশ্বিকভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি পাকিস্তানে, বিশেষ করে আফগান সীমান্তে বা এর কাছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রায় প্রতিদিনই হামলা চালায়।

XS
SM
MD
LG