অ্যাকসেসিবিলিটি লিংক

 
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাকাউ কনসেন্ট্রেশন ক্যাম্প মেমোরিয়াল সাইট পরিদর্শন করেছেন

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাকাউ কনসেন্ট্রেশন ক্যাম্প মেমোরিয়াল সাইট পরিদর্শন করেছেন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জার্মানির দাকাউ কনসেনট্রেশন ক্যাম্পের স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন এবং বলেছেন "এটি সামনা সামনি দেখা খুবই হৃদয় বিদারক, বোঝা যায় কী বর্ণনাতীত অপরাধ সেখানে সংঘটিত হয়েছিল।"

ভ্যান্স একটি দলের সাথে হলগুলো ঘুরে দেখেন। দাকাউয়ে বন্দি, হলোকাস্টে প্রাণে রক্ষা পেয়েছিলেন এমন একজনও এই দলে ছিলেন। এই স্থানটি গণহত্যার স্থান ও নিপীড়নের স্মৃতি জড়িত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি শক্তিশালী প্রতীক।

এমন একটি সময় ভ্যান্স সফর করছেন যখন ইউরোপে একটি যুদ্ধ চলমান রয়েছে। ভ্যান্স ট্রাম্প প্রশাসনের একটি মূল বার্তাবাহক হিসাবে প্রতিনিধিত্ব করছেন। শুক্রবার ভাইস প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে তিন বছরব্যাপী রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করেছেন।


XS
SM
MD
LG