যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে হোয়াইট হাউসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়াদিল্লির কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন, এই সফর নতুন ও বাস্তব অংশীদারিত্বের সূচনা করবে। তবে বিশ্লেষকরা বলছেন, আলোচ্য বিষয়ের মধ্যে বাণিজ্য ও অভিবাসনের মত বিতর্কিত বিষয় থাকবে। এগুলো প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শীর্ষ অগ্রাধিকারগুলোর অন্যতম।
২০১৭ সালে ওয়াশিংটনে তাদের প্রথম সাক্ষাতের পর থেকে বিগত বছরগুলোতে ট্রাম্প ও মোদীর মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক গভীর হয়েছে।