অ্যাকসেসিবিলিটি লিংক

 
ইউক্রেন আর ইউরোপের অংশগ্রহণ ছাড়া যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার 'দ্বিপাক্ষিক' আলোচনার বিরুদ্ধে জেলেন্সকির হুঁশিয়ারি

ইউক্রেন আর ইউরোপের অংশগ্রহণ ছাড়া যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার 'দ্বিপাক্ষিক' আলোচনার বিরুদ্ধে জেলেন্সকির হুঁশিয়ারি


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ফটোঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ফটোঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনের উপর মস্কোর তিন বছরব্যাপী যুদ্ধ কীভাবে বন্ধ করতে হবে, তা নিয়ে কিয়েভের অংশগ্রহণ ছাড়া যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দ্বিপাক্ষিকভাবে কোন সমঝোতা করলে ইউক্রেন তাতে সম্মত হবে না।

“আমরা একটা স্বাধীন দেশ, আমাদের অংশগ্রহণ ছাড়া কোন চুক্তি আমাদের পক্ষে গ্রহণ করা একেবারেই সম্ভব হবে না,” জেলেন্সকি সাংবাদিকদের বলেন। তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা আছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেন এবং তারা যুদ্ধ বন্ধের লক্ষে অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হন। ট্রাম্প ইঙ্গিত দেন যে, তারা সৌদি আরবে শীঘ্রই একটি শীর্ষ বৈঠক করতে পারেন। পরে ট্রাম্প জেলেন্সকির সাথে কথা বলেন এবং পুতিনের সাথে তাঁর আলাপের বিস্তারিত জানান।

বৃহস্পতিবার জেলেন্সকি বলেন, “আজকে এটা খুব গুরুত্বপূর্ণ যে, সবকিছু যেন পুতিনের পরিকল্পনা অনুযায়ী না যায়, কারণ তিনি তাঁর আলোচনা যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক করার জন্য সব কিছু করবেন।”

ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কায়া কালাস। ফাইল ফটো।
ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কায়া কালাস। ফাইল ফটো।

ইউরোপের প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন- এমন ইঙ্গিত দেয়ার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক বলেছেন, ইউক্রেন বা ইইউ ছাড়া যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যেকোনো শান্তি চুক্তি ব্যর্থ হবে।

ব্রাসেলসে নেটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পার্শ্ব বৈঠকে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলেন ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কায়া কালাস।

পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোনালাপের বিষয়ে বুধবার ট্রাম্পের মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা উভয়েই শান্তি চান এবং ট্রাম্প চান হত্যাকাণ্ডের যাতে অবসান ঘটে।

"ট্রাম্প বলছেন এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। পুতিন ইউক্রেনে বোমা হামলা বন্ধ করে হত্যাকাণ্ডের ইতি ঘটাতে পারেন। সদিচ্ছা থাকলে এটা করা সম্ভব," তিনি বলেন। কালাস আরও বলেন, আলোচনার টেবিলে ইউক্রেনকে ছাড়া যেকোনো চুক্তি তোষণের শামিল।

“এটি পরিষ্কার যে আমাদেরকে অন্ধকারে রেখে কোনো চুক্তি কার্যকর হবে না। যেকোনো চুক্তির জন্য ইউক্রেন এবং ইউরোপকেও এর অংশ হতে হবে।এবং এটি স্পষ্ট যে, তোষণ সর্বদা ব্যর্থ হয়,” তিনি বলেন। কালাস বলেন, যেকোনো চুক্তি বাস্তবায়নের জন্য ইইউ ও ইউক্রেনের প্রয়োজন হবে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদকালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শীর্ষ বৈঠক করেন। ফটোঃ ১৬ জুলাই, ২০১৮।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদকালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শীর্ষ বৈঠক করেন। ফটোঃ ১৬ জুলাই, ২০১৮।

জেলেন্সকি বলেন তিনি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টুস্ক-এর সাথে বৃহস্পতিবার কথা বলেছেন এবং তাঁকে জানিয়েছেন যে, "যুক্তরাষ্ট্র, ইউরোপ আর ইউক্রেনের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান ছাড়া পুতিনের সাথে কোন আলোচনা শুরু হতে পারে না। আমি জোর দিয়ে বলেছি, ইউক্রেনকে অবশ্যই শক্তিশালী অবস্থান থেকে আলোচনা করতে হবে, যেখানে শক্ত এবং নির্ভরযোগ্য নিরাপত্তা গ্যারান্টি থাকবে, এবং নেটোর সদস্যপদ হবে পার্টনারদের জন্য সবচেয়ে সাশ্রয়ী।”

ট্রাম্প বৃহস্পতিবার তাঁর ট্রুথ সোশাল সামাজিক মাধ্যমে লেখেন, “গতকাল রাশিয়া আর ইউক্রেনের সাথে দারুণ আলাপ হলো। এই জঘন্য, খুবই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করার ভাল সম্ভাবনা।”

ইউক্রেনের 'অবাস্তব লক্ষ্য'

পুতিনের সাথে ট্রাম্পের ফোনালাপের আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নেটো জোটভুক্ত দেশের প্রতিরক্ষা প্রধানদের বলেন, ইউক্রেন তার ২০১৪-পূর্ববর্তী সীমান্ত ফিরে পাবার যে আশা করছে, তা একটি “অবাস্তব লক্ষ্য।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে, নেটোতে কিয়েভের সদস্যপদ লাভ রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে তিন বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তির কোন “বাস্তবসম্মত ফলাফল” হতে পারে।

পুতিনের সাথে ট্রাম্পের ফোনালাপ এবং ইউক্রেন নিয়ে দুই দেশের আলোচনা আসন্ন বলে ইঙ্গিত দেয়ার পর বৃহস্পতিবার বৈঠকে নেটো মিত্রদের অনেকের বক্তব্যের প্রতিফলন কালাসের মন্তব্যে রয়েছে।

নেটো মিত্রদের অভ্যন্তরীণ বাজেটের আরও বেশি অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার জন্য যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। একাধিক নেটো মিত্র প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পক্ষে সমর্থন প্রকাশ করেছে।এছাড়া তারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের অবসানে যেকোনো আলোচনায় ইউক্রেন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে।

মন্ত্রী পর্যায়ের বৈঠকের ঠিক আগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি সাংবাদিকদের বলেন, "ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেন নিয়ে কোনো সমঝোতা হতে পারে না। এবং ইউক্রেনের কণ্ঠস্বর অবশ্যই যেকোনো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে।"

এই প্রতিবেদনের কিছু অংশ দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স আর এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG