অ্যাকসেসিবিলিটি লিংক

 
ইউক্রেনকে সাহায্য করা নিয়ে স্পষ্টতা চাইছে যুক্তরাষ্ট্রের মিত্ররা

ইউক্রেনকে সাহায্য করা নিয়ে স্পষ্টতা চাইছে যুক্তরাষ্ট্রের মিত্ররা


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কিয়েভে বক্তব্য রাখছেন। ১০ ফেব্রুয়ারি, ২০২৫।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কিয়েভে বক্তব্য রাখছেন। ১০ ফেব্রুয়ারি, ২০২৫।

চলতি সপ্তাহান্তে জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে চলেছেন কয়েকশো বিশ্ব-নেতা ও প্রতিনিধি। কর্মসূচির শীর্ষে রয়েছে ইউক্রেনের সংঘাত, মধ্যপ্রাচ্য, সুদান ও গণপ্রজাতন্ত্রী কঙ্গো। সেই সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি ও অস্থিরতা নিয়েও আলোচনা হবে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ওয়াশিংটনের নতুন প্রশাসনের কাছে এটাই প্রথম বড় বৈশ্বিক শীর্ষ সম্মেলন। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ কর্মসূচি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে, এমন জল্পনার মধ্যেই শুরু হতে চলেছে এই সম্মেলন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে চেয়ারম্যান ক্রিস্টোফ হিউজেন বলেছেন, “আমরা খুশি যে আমেরিকার নতুন সরকারের প্রশাসন ও কংগ্রেস উভয়ের জোরালো প্রতিনিধিত্ব আমরা পাব।”

হিউজেন রয়টার্সকে বলেন, “এবং তাই, ইউরোপীয় ও অন্যান্য অঞ্চলের দৃষ্টিভঙ্গির পাশাপাশি আমেরিকার দৃষ্টিভঙ্গিও এই মঞ্চে উপস্থাপিত হবে। তারপর মিউনিখ যার জন্য সুবিদিত তা হল, এই মুহূর্তের নানা ইস্যু নিয়ে কথোপকথন ও আলোচনা হবে।”

মিউনিখে ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাক্ষাতের কথা রয়েছে।

তবে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর ইউক্রেনে আমেরিকার সৈন্যদের মোতায়েন করা হবে না। কিয়েভের নেটোর সদস্যপদ লাভের সম্ভাবনার জল্পনাকেও উড়িয়ে দিয়েছেন তিনি। রাশিয়ার সঙ্গে ২০১৪-পূর্ববর্তী সীমান্ত নীতিতে ফিরতে ইউক্রেনের আশাকে হেগসেথ অবাস্তব বলে অভিহিত করেছেন।

ইউক্রেন ডিফেন্স কনট্যাক্ট গ্রুপের বৈঠকের পর হেগসেথ ব্রাসেলসে সংবাদদাতাদের বলেন, “ইউরোপীয় মিত্রদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।”

প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি এই যুদ্ধের দ্রুত পরিসমাপ্তি চান, তবে কীভাবে তা অর্জন করা যেতে পারে সে বিষয়টি স্পষ্ট নয়।

যাইহোক, লন্ডনভিত্তিক গবেষণা গোষ্ঠী সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্মের পরিচালক চার্লস গ্র্যান্ট বলেছেন, গত মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্পের স্বর বদলেছে বলে আঁচ করছে যুক্তরাষ্ট্রের মিত্ররা।

XS
SM
MD
LG