অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্টস ডে: ওভাল অফিস

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট-এর অফিস কক্ষটি 'ওভাল অফিস' নামে পরিচিত। কক্ষটির আকার ওভাল হওয়ার কারণেই এই নামকরণ।

কোন বিশ্বনেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-এর সাথে দেখা করতে এলে সাধারণত এই অফিসেই তাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

হোয়াইট হাউসের পশ্চিম শাখায় অবস্থিত এই কক্ষটিতে রয়েছে তিনটি বড় বড় জানালা আর চারটি দরজা। জানালা দিয়ে হোয়াইট হাউসের দক্ষিণের সুসজ্জিত লনটি নজরে আসে। আর চারটি দরজার মধ্যে, পূর্বেরটা দিয়ে বেরুলে রোজ গার্ডেন, পশ্চিমের দরজা খুললেই প্রেসিডেন্টের ব্যক্তিগত পাঠাগার ও ডাইনিং রুম। উত্তর-পূর্বের দরজার ওপাশে প্রেসিডেন্টের ব্যক্তিগত সহকারীর কক্ষ আর উত্তর-পূর্বের দরজার ওপারে মূল করিডোর।

প্রেসিডেন্ট-এর এই অফিস কক্ষে যে ডেস্কটি ব্যবহার হয় তার নাম রেজোলিউট ডেস্ক। সাম্প্রতিক সময়ে এই ওক কাঠের তৈরি ডেস্কে বসেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে সই করেছেন।

১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি এই ডেস্কটি ব্যবহার শুরু করেন। সেই থেকে প্রেসিডেন্ট জনসন, নিকসন ও ফোর্ড ছাড়া অন্য সব প্রেসিডেন্টই এক ডেস্ক ব্যবহার করেছেন।

একজন নতুন প্রেসিডেন্ট পছন্দমত আসবাব, পর্দা ও অন্যান্য সামগ্রী দিয়ে তার ওভাল অফিস সাজিয়ে নেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ওভাল অফিসও তার পছন্দমাফিক সাজানো হয়েছে।


আরও লোড করুন

XS
SM
MD
LG