ছবিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেকেন্ড লেডি ঊষা ভ্যান্স, এবং তাদের সন্তান ইওয়ান, বিবেক, ও মিরাবেলকে প্যারিসের নটর-ডেম ক্যাথেড্রাল পরিদর্শন করতে দেখা যাচ্ছে। বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫।
ফরাসি রাজধানীতে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে যোগ দিতে সপরিবারে প্যারিসে রয়েছেন ভ্যান্স।
সম্মেলনে ভ্যান্স ঘোষণা করেন যে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্বের নেতা হিসেবে জায়গাটা ধরে রাখতে চায়।
তিনি বলেন, ইউরোপের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত অতিরিক্ত নিয়মনীতি প্রযুক্তিটিকে রুদ্ধ করতে পারে এবং সেইসাথে কন্টেন্ট মডারেশনকে "কর্তৃত্ববাদী সেন্সরশিপ" হিসেবে অভিহিত করেন।
দায়িত্ব গ্রহণের পর এটাই ভ্যান্সের প্রথম বিদেশ সফর।