ছবিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইউক্রেন প্রতিরক্ষা কন্টাক্ট গ্রুপের বৈঠকে দেখা যাচ্ছে। বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫।
বৈঠকটি সভাপতিত্ব করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।
যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ব্রাসেলসে কিয়েভের সমর্থকদের বৈঠকে বলেন, কোনো শান্তি চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠাবে না, এবং ইউরোপকেই ইউক্রেনের জন্য যেকোনো সামরিক ও অন্যান্য সহায়তার মূল দায়িত্ব দিতে হবে।
ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রীসহ কিয়েভের সমর্থকদের বৈঠকে তিনি বলেন, "আমাদের বার্তা স্পষ্ট, রক্তপাত বন্ধ করতে হবে এবং এই যুদ্ধ শেষ করতে হবে।"
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর এবং নতুন ট্রাম্প প্রশাসনের প্রথম সদস্য হিসেবে নেটো বৈঠকে অংশ নেন।