অ্যাকসেসিবিলিটি লিংক

 
প্রেসিডেন্ট ট্রাম্প রুশ কারাগার থেকে মুক্তি পাওয়া আমেরিকান শিক্ষকের সঙ্গে দেখা করলেন

প্রেসিডেন্ট ট্রাম্প রুশ কারাগার থেকে মুক্তি পাওয়া আমেরিকান শিক্ষকের সঙ্গে দেখা করলেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আমেরিকান শিক্ষক মার্ক ফোগেলকে হোয়াইট হাউসে স্বাগত জানান। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫।

ফোগেল রাশিয়ার কারাগার থেকে তিন বছর ছয় মাস পর মুক্তি পেয়ে মস্কো থেকে বিমানে করে নিজ দেশে ফেরার পর ট্রাম্পের সাথে এই সাক্ষাৎ হয়।

গলায় একটি আমেরিকান পতাকা মোড়ানো অবস্থায় সাক্ষাৎকালে ফোগেল বলেন, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে মনে করছেন তিনি নিজেকে।

ফোগেল ২০২১ সালের আগস্ট থেকে রাশিয়ায় আটক ছিলেন এবং ১৪ বছরের কারাদণ্ডের শাস্তি ভোগ করার কথা ছিল তার।

ট্রাম্প ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করার জন্য মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টার মাধ্যমে ৬৩ বছর বয়সী ফোগেলের মুক্তি ঘটলো।

ট্রাম্প বলেছেন, ফোগেলের মুক্তি "ইউক্রেনের যুদ্ধের সমাপ্তির পথে একটি বড় এবং গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।" তিনি এবং ফোগেল উভয়েই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার মুক্তির জন্য ধন্যবাদ জানিয়েছেন।

মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে ২০২১ সালের আগস্টে ফোগেলের লাগেজে ১৭ গ্রাম গাজা পাওয়ার পর তাকে আটক করা হয় এবং পরে মাদক পাচারের অভিযোগে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।

তবে ফোগেলের আইনজীবী দলের সদস্য মার্টিন ডি লুকা বলেছেন যে পেনসিলভানিয়ায় চিকিৎসার উদ্দেশ্যে প্রেসক্রাইব করা হয়েছিল সেই গাজা, যেখানে দ্রব্যটি বৈধ।


XS
SM
MD
LG