অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্ক

ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং টেসলার প্রতিষ্ঠাতা ও ধনকুবের ইলন মাস্ককে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। সঙ্গের শিশুটি ইলন মাস্কের ছেলে। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫।

প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগী ও উপদেষ্টা মাস্ক সাংবাদিকদের সাথে আলাপকালে মাস্কের ডোজ (DOGE) প্রোগ্রামের মাধ্যমে ফেডারেল সরকারের বিভিন্ন প্রোগ্রাম এবং কর্মীদের কাটছাঁটের সমর্থনে তাদের বক্তব্য দেন। তারা দাবি করেন যে তারা তাদের প্রচেষ্টায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল (সরকারী) কর্মী সংখ্যা হ্রাসের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোকে ডোজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

তার নির্দেশ অনুসারে, ফেডারেল সংস্থাগুলোকে এমন কর্মচারীদের চিহ্নিত করতে হবে যারা ছাঁটাইয়ের জন্য উপযুক্ত এবং এমন কার্যক্রম চিহ্নিত করতে হবে, যা সম্পূর্ণরূপে বাতিল করা যেতে পারে।

সাংবাদিকদের সঙ্গে এই বিরল প্রশ্নোত্তর সেশনে মাস্ক বলেন যে তিনি সরকারের ওপর 'দখল করার অভিযান' চালাচ্ছেন না, বরং ভোটারদের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা বাস্তবায়নের চেষ্টা করছেন।

ওদিকে, ট্রাম্প আরও বলেন যে তিনি "আদালতের সিদ্ধান্ত মেনে চলবেন," যেহেতু বেশ কিছু ফেডারেল বিচারক তাদের প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করেছেন। তবে তিনি তার বিরুদ্ধে "আপিল করবেন" বলেও দাবি করেছেন।


XS
SM
MD
LG