অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জার্মানিতে 

ছবিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে জার্মানির স্টুটগার্টে কেলি ব্যারাকসে ইউএস ইউরোপীয় কমান্ড এবং আফ্রিকা কমান্ডের সদর দফতর পরিদর্শনকালে দেখা যাচ্ছে। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর।⁣

⁣সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, নেটো সদস্য দেশগুলোকে শান্তি নিশ্চিত করতে এবং যেকোনো আক্রমণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে প্রতিরক্ষা খাতে আরও ব্যয় করতে হবে।

হেগসেথ বুধবার নেটো সফরকালে নতুন ট্রাম্প প্রশাসনের প্রথম সদস্য হিসেবে সেখানে উপস্থিত হবেন। সেখানে মিত্র দেশগুলো জানতে আগ্রহী যে আমেরিকা কীভাবে ইউক্রেনে যুদ্ধের গতি প্রভাবিত করার পরিকল্পনা করছে।

পেন্টাগনের বক্তব্য অনুযায়ী, ইউক্রেন ডিফেন্স কনট্যাক্ট গ্রুপের বৈঠকে হেগসেথ “ইউক্রেনে যুদ্ধের যত দ্রুত সম্ভব কূটনৈতিক পরিসমাপ্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করবেন।”⁣

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ইউক্রেনে দ্রুতই যুদ্ধ শেষ করবেন। তার অভিযোগ, আমেরিকান করদাতাদের জন্য অত্যধিক খরচ হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধ। কিছু মিত্র দেশ উদ্বিগ্ন যে, তাড়াহুড়ো করে একটি চুক্তি করা হলে তা ইউক্রেনের জন্য অনুকূল শর্তে নাও হতে পারে।


XS
SM
MD
LG