অ্যাকসেসিবিলিটি লিংক

 
ব্রিটেনের রাজা চার্লস, প্রধানমন্ত্রী কির স্টারমার ও উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার কর্নওয়াল পরিদর্শনে গেছেন

ব্রিটেনের রাজা চার্লস, প্রধানমন্ত্রী কির স্টারমার ও উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার কর্নওয়াল পরিদর্শনে গেছেন

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী কির স্টারমার ও উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারকে কিউ অ্যান লার্গ ডেভেলপমেন্টে দেখা যাচ্ছে। সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫।

কর্নওয়ালের নিউকোয়ের ন্যানস্লেডানে অবস্থিত কিউ অ্যান লার্গ ডেভেলপমেন্টে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।

তারা নিউকোয়ে বাগিচা পরিদর্শন করেন; সেখানে কমিউনিটি রন্ধনশালায় স্বেচ্ছাসেবী কর্মীদের সঙ্গে তারা কথা বলেন।

নিউকোয়ের ন্যানস্লেডান স্কুল পরিদর্শনে গিয়ে তারা শিক্ষক ও স্কুল-পড়ুয়াদের সঙ্গেও কথা বলেছেন। ন্যানস্লেডান স্কুল একটি প্রাথমিক বিদ্যালয়; এই প্রতিষ্ঠানটি তাদের পাঠ্যক্রমকে বিশেষ রূপ দিতে ন্যানস্লেডানের নগরোন্নয়নের টেকসই নীতিমালাকে ব্যবহার করছে।

তারা ন্যানস্লেডানের আগামী ভবন প্রকল্প ফেজ ৮এ পরিদর্শন করেন এবং নির্মাণ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।


XS
SM
MD
LG