অ্যাকসেসিবিলিটি লিংক

 
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এআই শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্যারিসে পৌঁছেছেন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এআই শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্যারিসে পৌঁছেছেন

আর্টিফিশাল ইনটেলিজেন্স অ্যাকশন সামিটের আগে প্যারিসের ওর্লি বিমানবন্দরে অবতরণ করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেকেন্ড লেডি ঊষা ভ্যান্স ও তাদের সন্তানদের। সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫।

দায়িত্ব গ্রহণের পর এটাই ভ্যান্সের প্রথম বিদেশ সফর; বিশ্বের প্রধান রাজনৈতিক নেতারা এআই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

প্রযুক্তিবিশ্বের বড় বড় শক্তি যেহেতু দ্রুত অগ্রসরমান প্রযুক্তি শিল্পে আধিপত্য বিস্তারের লড়াইয়ে নেমেছেন, সেহেতু কূটনৈতিক আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারের শীর্ষ কর্মকর্তা, সিইও এবং বিজ্ঞানীরা দুই দিনের এই আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

এই শীর্ষ সম্মেলন অনেক ইউরোপীয় নেতাকে ভ্যান্সের সঙ্গে প্রথমবার সাক্ষাতের সুযোগ করে দেবে।

ভ্যান্স মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্ন ভোজ ও বৈঠকে অংশ নেবেন।


XS
SM
MD
LG