যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রবিবার বলেন, তিনি সোমবার যুক্তরাষ্ট্রে সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর নতুন ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করবেন। এটি তার বাণিজ্য নীতি সংস্কারের একটি অংশ।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প আরও বলেন, তিনি মঙ্গল বা বুধবার পালটা শুল্ক আরোপের ঘোষণা দেবেন, যা প্রায় তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে।
ট্রাম্প তার প্রথম মেয়াদে ইস্পাতের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করলেও পরে কানাডা, মেক্সিকো এবং ব্রাজিলসহ কয়েকটি বাণিজ্য অংশীদারকে শুল্কমুক্ত কোটা প্রদান করেন।
প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এই কোটা ব্রিটেন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নে প্রসারিত করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ইস্পাত মিলের ব্যবহার হ্রাস পেয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর বিদ্যমান শুল্কের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে।
শুক্রবার ট্রাম্প ঘোষণা করেন, তিনি এই সপ্তাহে অনেক দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করবেন। তিনি বাণিজ্য অংশীদারদের সাথে মিল রেখে যুক্তরাষ্ট্রের শুল্কের হার বৃদ্ধি করবেন। তিনি দেশগুলোর নাম উল্লেখ না করলেও অন্যান্য দেশের সাথে সম আচরণ করার জন্য এই শুল্ক আরোপ করা হবে।