ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কানসাস সিটি চিফস ও ফিলাডেলফিয়া ইগলসের মধ্যকার সুপার বোল খেলার আগে নিউ অরলিন্সের সিজারস সুপারডোমে দেখা যাচ্ছে। রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫।
তিনি প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যিনি আমেরিকার ক্রীড়া জগৎ-এর বছরের সবচেয়ে গুরুত্বপূর্ন খেলা দেখার জন্য উপস্থিত হন।
খেলা শুরু হওয়ার আগে তিনি নিউ অরলিন্সের আইন প্রয়োগকারী কর্মকর্তা ও নববর্ষের দিন হামলায় আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে ছবি তুলেছেন।
ট্রাম্পের সাথে তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও উপস্থিত ছিলেন, এবং তাদের একসঙ্গে গ্যালারিতে দেখা গেছে।
গত কয়েক দশক ধরে ট্রাম্পের এনএফএলের সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক ছিল।
সেইসঙ্গে ২০১৭-তে তার প্রথম মেয়াদের সময় কিছু খেলোয়াড়দের দেশপ্রেম নিয়ে কথা তোলেন তিনি, যারা বর্ণবাদী অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমেরিকার জাতীয় সঙ্গীত বাজানোর সময় না দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসতেন।
এর ফলে তখন ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
তবে রবিবার খেলা শুরু হওয়ার কিছু আগে সুপারডোমে পৌঁছানোর পর ট্রাম্পকে বেশ উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
ফিলাডেলফিয়া ইগলস রবিবার কানসাস সিটি চিফসকে ৪০-২২ ব্যবধানে পরাজিত করে সুপার বোল শিরোপা জিতেছে।