রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক ভয়েস অফ আমেরিকাকে জানান, মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়নি। কিছু তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
কোন অভিযোগের ভিত্তিতে শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে জানতে চাইলে রেজাউল করিম তা জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, "এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলতে চাই না।"
শাওনের পারিবারিক বন্ধু সিনিয়র সাংবাদিক জ ই মামুন ভয়েস অফ আমেরিকাকে বলেন, "আমিও সংবাদ মাধ্যমে দেখেছি রাত ৮ টার সময় ধানমন্ডি বাসা থেকে শাওনকে নিয়ে গেছে ডিবি পুলিশ। এখন কেউ বলছেন তাকে গ্রেফতার করা হয়েছে, আবার কেউ বলছেন তাকে আটক করা হয়েছে।"
রাত ১০ টায় এই প্রতিবেদনে লেখা পর্যন্ত মেহের আফরোজ শাওন ডিবি হেফাজতে ছিলেন। তাকে তখন ছেড়েও দেওয়া হয়নি আবার গ্রেফতার কথাও জানানো হয়নি আইনশৃঙ্খলা বাহিনী পক্ষে থেকে।
অভিনেত্রী শাওনের মা, বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০২৪ মেয়াদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।
শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে পরে ময়মনসিংহ বিভাগ থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন। যদিও তাকে মনোনয়ন দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার।
মেহের আফরোজ শাওন ডিবি হেফাজতে, 'রাষ্ট্রীয় ষড়যন্ত্রের' অভিযোগ
