অ্যাকসেসিবিলিটি লিংক

 
ধানমন্ডি-৩২ নম্বরে (বঙ্গবন্ধু জাদুঘর) ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ

ধানমন্ডি-৩২ নম্বরে (বঙ্গবন্ধু জাদুঘর) ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ


ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে (বঙ্গবন্ধু জাদুঘর) ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫।
ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে (বঙ্গবন্ধু জাদুঘর) ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫।

ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে (বঙ্গবন্ধু জাদুঘর) ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একইসঙ্গে বাড়ির প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার এই বাড়ির সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

রাত ১২ টা শেষ খবর পাওয়া পর্যন্ত, ধানমন্ডির-৩২ নাম্বার বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার জন্য রাত পৌনে ১১টার দিকে সেখানে বড় একটি ক্রেন এবং স্কেভেটর আনা হয়েছে এবং ভাঙ্গার কাজ চলছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ভয়েস অফ আমেরিকাকে বলেন, “ধানমন্ডির-৩২ নাম্বার বাড়িতে বিক্ষুব্ধ একদল লোক ভাঙচুর ও আগুন দিয়েছে। তবে, তারা কখন এটি করেছে তার সঠিক সময়টি আমি বলতে পারবো না।"

এর আগে সন্ধ্যার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলেন, "আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।"

ধানমন্ডির-৩২ নাম্বার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত ১১ টার দিকে আরেক ফেসবুক পোস্টে হানসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদের চিহ্ন বিলোপের সাথে-সাথে খুনি হাসিনাসহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক ফেইজে ৫ আগস্ট আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আর এই ঘোষণাকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ”বুলডোজার মিছিলের” কর্মসূচির ডাক দেয় “২৪-এর বিপ্লবী ছাত্র–জনতা”।

রাত সাড়ে ৯ টার দিকে সরেজমিনে ধানমন্ডি ৩২ নম্বরের গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার লোক অবস্থান নিয়েছে। একদল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিসহ নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আরেক দল বাড়িতে আগুন দিচ্ছে, আবার কেউ বাড়ির ভেতরে অবকাঠামোসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করছে।

ধানমন্ডি-৩২ নম্বরে আশপাশের দোকানিরা ভয়েস অফ আমেরিকাকে জানান, বিকাল ৫ টার দিক থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী মানুষ মিছিল নিয়ে বঙ্গবন্ধুর বাড়ির সামনে জড়ো হতে থাকেন। সন্ধ্যার পরে বাড়ির সামনের সড়কে অনেক লোকজন জড়ো হন। আর ৮ টার দিকে বাড়ির প্রবেশ মুখের বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে ফেলে। এরপর তারা বাড়ির ভেতরে ভাঙচুর ও আগুন দেয়।

স্থানীয় লোকজন জানান, রাত ৮ টার দিকে পুলিশ ও সেনাবাহিনী বিক্ষুব্ধ জনতাকে তাদের বাধা দেওয়া চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা সেখান থেকে সরে যায়।

ধানমন্ডি ৩২ নম্বরে পর ধানমন্ডি ৫ এ শেখ হাসিনার পারিবারিক বাড়ি সুধাসদনের আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এই দুই জায়গা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাড়ি বের হলে পথেই তাদের গাড়ি আটকে দেয়া এবং পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ায় ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান রাত ১২টার দিকে জানান, "ধানমন্ডি ৩২ নম্বর ও ৫ নম্বর সড়কে দুটি বাড়িতে আগুনের খবর পেয়ে আমাদের মোহাম্মদপুর স্টেশন থেকে গাড়ি বের হয়েছিল। কিন্তু পথে উত্তেজিত জনতা গাড়িগুলো আটকে দেয়। আমরা পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ায় আর সামনে যেতে পারিনি। পরবর্তীতে আমাদের গাড়িগুলো ফিরিয়ে আনা হয়েছে।"

ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে (বঙ্গবন্ধু জাদুঘর) ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫।
ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে (বঙ্গবন্ধু জাদুঘর) ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫।

এর আগে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরপরই ধানমন্ডির-৩২ নম্বরের এই বাড়িতে “বঙ্গবন্ধু জাদুঘর” আগুন দেওয়া হয়। বুধবার দ্বিতীয়বারের মতো আবার এই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ধানমন্ডির-৩২ নাম্বারের পাশাপাশি খুলনার ময়লাপোতা এলাকায় অবস্থিত আলোচিত ‘শেখ বাড়িতে’ ভাঙচুর চালিয়েছেন একদল শিক্ষার্থী। পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এটি।

বাড়িটি বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েলের।

XS
SM
MD
LG