অ্যাকসেসিবিলিটি লিংক

 
ট্রাম্পকে গোপনে কোনো পরিবর্তন না আনতে সতর্ক করেছে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা

ট্রাম্পকে গোপনে কোনো পরিবর্তন না আনতে সতর্ক করেছে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা


সিনেটের মাইনরিটি নেতা চাক শুমার বক্তব্য রাখছেন (ফেব্রুয়ারি ৪, ২০২৫)
সিনেটের মাইনরিটি নেতা চাক শুমার বক্তব্য রাখছেন (ফেব্রুয়ারি ৪, ২০২৫)

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির নেতারা মঙ্গলবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, তারা সরকারী সংস্থাগুলোতে ট্রাম্প প্রশাসনের হাত ধরে আসা নানা পরিবর্তন প্রতিহত করতে আসন্ন সরকারী অর্থায়ন সংক্রান্ত আলোচনাকে দরকষাকষির হাতিয়ার হিসেবে কাজে লাগাবেন।

এমন সময় ডেমোক্র্যাটদের এই সতর্কবাণী এলো যখন ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগ ডজ (ডিওজিই) দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডিকে এ সপ্তাহের শুরুর দিকে পররাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণে নিয়েছে। প্রশাসন বলছে তারা ইউএসএআইডি-র বিদেশি সহায়তামূলক কার্যক্রম নিরীক্ষা করছে যাতে “নিশ্চিত হয় এই সংস্থা আমেরিকা ফার্স্ট লক্ষ্যের সঙ্গে সমন্বিত রয়েছে”।

সিনেটে মাইনরিটি নেতা চাক শুমার মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “ডজ যা করছে, তা আর যাই হোক, গণতন্ত্র নয়”। “আমরা জানি গণতন্ত্র দেখতে কেমন। গণতন্ত্রে সব কিছু উন্মুক্ত। সেটা এরকম গোপন কিছু নয়”।

ডেমোক্র্যাটরা নতুন ব্যয় সংক্রান্ত বিলে ভোট দেওয়া স্থগিত রেখে যুক্তরাষ্ট্র সরকারের কিছু সাম্প্রতিক পরিবর্তনের সিদ্ধান্ত বদলে দিতে পারেন। একটি স্বল্প মেয়াদি ব্যয় চুক্তির মাধ্যমে সরকার তার কার্যক্রম চালিয়ে যেতে পারছে। তবে এর মেয়াদ ১৪ মার্চ উত্তীর্ণ হতে চলেছে।

সোমবার কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা ইউএসএআইডির কার্যালয়গুলোর বাইরে দাঁড়িয়ে বিক্ষোভে অংশ নেন। তারা বলেন, ট্রাম্প প্রশাসন এখতিয়ার বহির্ভূত কাজ করেছে।

ইউএসএআইডি যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা প্রকল্পের মাধ্যমে বহু বিলিয়ন ডলারের ব্যবস্থাপনা করে থাকে।

অপরদিকে কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা যুক্তরাষ্ট্রের সহায়তা প্রক্রিয়া থেকে কারচুপি ও অপব্যবহার দূর করার উদ্যোগে সমর্থন জানিয়েছেন।

“আমার মনে হয় না তারা কোনো সংস্থা বন্ধ করে দেবে। তবে আমি অবশ্যই মনে করি অর্থায়নের ক্ষেত্রে কীভাবে প্রাধান্যের জায়গাগুলো নির্ধারণ করা হয় এবং কোথায়, কীভাবে অর্থায়ন হচ্ছে, সে বিষয়গুলোর নিরীক্ষা করার অধিকার তাদের আছে”, সিনেটের মেজরিটি নেতা জন থ্যুন মঙ্গলবার সংবাদদাতাদের বলেন। “আমি মনে করি এটা যেকোনো প্রশাসনের ক্ষেত্রেই সত্য। তারা ক্ষমতায় এসে দেখল, ওই সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে অনেকগুলো প্রকল্পের অনুমোদন ও অর্থায়ন দেওয়া হয়েছে, যার কিছু তাদের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হচ্ছে, কিছু হচ্ছে না”।

শুমার মঙ্গলবার আরও বলেন, তিনি কারচুপি ও অপব্যবহার দূর করার উদ্যোগ সমর্থন করেন। তবে এই প্রক্রিয়ার দ্রুতগতি ও একে ঘিরে গোপনীয়তার প্রতি নিন্দা জানান তিনি।

XS
SM
MD
LG