অ্যাকসেসিবিলিটি লিংক

 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও এল সালভাদরের প্রেসিডেন্ট বুকেলের সঙ্গে দেখা করলেন 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও এল সালভাদরের প্রেসিডেন্ট বুকেলের সঙ্গে দেখা করলেন 

যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলের সঙ্গে এল কঙ্গোতে লেক কোয়াতেপেকের তীরে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন। সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫।

রুবিও বলেছেন যে প্রেসিডেন্ট বুকেলে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো মার্কিন নাগরিকত্বধারী জেলবন্দিদের গ্রহণ করার প্রস্তাব দিয়েছেন।

বুকেলে নিজের দেশে অপরাধ দমন করে জনপ্রিয়তা লাভ করেছেন এবং ট্রাম্পের মিত্রদের অনেকের কাছে বীরের মর্যাদা অর্জন করেছেন। রুবিও বলেছেন, তাদের বৈঠকে বুকেলে ঠিক সেইরকম প্রস্তাবই দিয়েছেন।

রুবিও বলেছেন যে বুকেলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা এল সালভাদরের নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকও নিতে রাজি হয়েছেন।

রুবিওর সফরকালে বুকেলে বলেছেন, যুক্তরাষ্ট্র এল সালভাদরের 'সবচেয়ে গুরুত্বপূর্ণ' মিত্র।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মিত্র বলে নিজেকে দাবি করেন এই নেতা।

বুকেলে বলেছেন, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য এটি সঠিক সময়, এবং তিনি নিশ্চিত যে এতে উভয়েরই উপকার হবে।

ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ২,৩২,০০০ জন এল সালভাদরের নাগরিককে ফেরত পাঠানোর ব্যাপারে সুরক্ষিত অবস্থান পরিবর্তন করেনি, যা বাইডেন প্রশাসন সম্প্রসারিত করেছিল।

পানামার পর এটি রুবিওর প্রথম বিদেশ সফরের দ্বিতীয় গন্তব্য। তিনি এরপর কোস্টারিকা, গুয়াতেমালা এবং ডোমিনিকান রিপাবলিকেও সফর করবেন, যেখানে অভিবাসীদের ফেরত পাঠানো এবং যুক্তরাষ্ট্রে অভিবাসন কমিয়ে আনার প্রচেষ্টা আলোচনার তালিকায় থাকবে।


XS
SM
MD
LG