অ্যাকসেসিবিলিটি লিংক

জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা


ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। ৩ ফেব্রুয়ারি, ২০২৫।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। ৩ ফেব্রুয়ারি, ২০২৫।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। তারা হলেন- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৩ ফেব্রুয়ারি) পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।

সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনকালে দুই উপদেষ্টা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবির শিক্ষক-শিক্ষার্থী ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা। এবার জগন্নাথ হলের মূল পূজামণ্ডপের বাইরে ঢাকা বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও ৭২টি পূজামণ্ডপ স্থাপন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজা বাংলাদেশের অন্যতম বড় পরিসরে আয়োজিত হয়ে আসছে।

প্রতিটি বিভাগ থেকে মণ্ডপে প্রতিমা স্থাপন ও পূজার দিন সকাল থেকে অঞ্জলি দেয়া হয়ে থাকে।

XS
SM
MD
LG