অ্যাকসেসিবিলিটি লিংক

 
ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে

ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে


ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের ওয়েবসাইট সেপাহ নিউজের সরবরাহ করা এই ছবিতে ইরানের একটি অজ্ঞাত স্থানে ঘাদর-৩৮০ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র উদ্বোধন এর সময় তা দেখা যাচ্ছে। ফটোঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫।
ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের ওয়েবসাইট সেপাহ নিউজের সরবরাহ করা এই ছবিতে ইরানের একটি অজ্ঞাত স্থানে ঘাদর-৩৮০ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র উদ্বোধন এর সময় তা দেখা যাচ্ছে। ফটোঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫।

রাষ্ট্রীয় টেলিভিশনে ভিডিও ফুটেজ প্রচাররের মাধ্যমে ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী শনিবার দেশটির দক্ষিণ উপকূলে ভূগর্ভস্থ একটি নতুন ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে।ভূগর্ভস্থ একটি নৌঘাঁটি উন্মোচনের দুই সপ্তাহ পর এই ক্ষেপণাস্ত্র স্থাপনা প্রদর্শন করা হলো।

টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, "শত্রুদের ডেস্ট্রয়ারগুলোর ইলেকট্রনিক যুদ্ধ মোকাবিলায় সক্ষম শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র এই ভূগর্ভস্থ শহরগুলোতে মোতায়েন রয়েছে। এসব সিস্টেম মাটির শত শত মিটার গভীরে সংরক্ষণ করা হয়েছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে চালু করা সম্ভব।"

যদিও ঘাঁটির অবস্থান উল্লেখ করেনি তারা।

এসব সিস্টেম ও ক্ষেপণাস্ত্র শত শত কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ ও নিক্ষেপ এবং সমুদ্রের দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলেও বলা হয়।

গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নৌবাহিনীর সশস্ত্র কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরিকে সঙ্গে নিয়ে ঘাঁটিটি পরিদর্শন করেন।

এই প্রতিবেদনে তাংসিরির বরাত দিয়ে বলা হয়, ঘাদর-৩৮০ নামে পরিচিত একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের নতুন মডেল উন্মোচনের কথাও উল্লেখ করা হয়, যার "অ্যান্টি-জ্যামিং সক্ষমতা" রয়েছে এবং ১,০০০ কিলোমিটারের (৬০০ মাইলের বেশি) দূরত্ব অতিক্রম করতে সক্ষম।

তাংসিরি বলেন, নতুন ক্ষেপণাস্ত্রগুলো "শত্রু জাহাজের জন্য নরক সৃষ্টি" করতে পারবে। গত মাসে গার্ড বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় অ্যাসল্ট বোটের জন্য একটি ভূগর্ভস্থ নৌঘাঁটি উদ্বোধন করে। উপসাগর এবং কৌশলগত হরমুজ প্রণালী এর অন্তর্গত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে কী নীতি অবলম্বন করতে যাচ্ছেন সেই অপেক্ষাকালীন এই সামরিক মহড়া অনুষ্ঠিত হলো। ট্রাম্প ২০২১ সালে শেষ হওয়া প্রথম মেয়াদে, ইরানের বিরুদ্ধে "সর্বোচ্চ চাপ" দেওয়ার নীতি অনুসরণ করেছিলেন।

ট্রাম্প ইরান এবং প্রধান শক্তিগুলির মধ্যে একটি যুগান্তকারী পারমাণবিক চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেছিলেন।

XS
SM
MD
LG