দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস- এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৮ টাকা করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গত ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম চার টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করে বিইআরসি।
এর আগে নভেম্বরে এর দাম এক হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ডিসেম্বরে ও জানুয়ারির প্রথমে এই দাম অপরিবর্তিত রেখেছিল বিইআরসি।
বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।
গত ৩১ জানুয়ারি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা করা হয়েছে।
পেট্রলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে বেড়ে ১২২ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে বেড়ে ১২৬ টাকা হয়েছে। দাম কার্যকর হয় ১ ফেব্রুয়ারি থেকে।