অ্যাকসেসিবিলিটি লিংক

 
ইসরায়েলের সাথে সর্বসাম্প্রতিক যুদ্ধবিরতি বন্দী বিনিময়ে ৩ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

ইসরায়েলের সাথে সর্বসাম্প্রতিক যুদ্ধবিরতি বন্দী বিনিময়ে ৩ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস


গাজায় হামাস ইসরায়েলি ওফার কালডেরনকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে জিম্মি করে রাখে। তিনি গাজা ভুখন্ডের দক্ষিণাঞ্চলের খান ইউনিসে, হামাস যোদ্ধাদের দ্বারা রেড ক্রসের হাতে হস্তান্তরের আগে হাত নাড়ছেন, ফেব্রুয়ারি ১, ২০২৫।
গাজায় হামাস ইসরায়েলি ওফার কালডেরনকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে জিম্মি করে রাখে। তিনি গাজা ভুখন্ডের দক্ষিণাঞ্চলের খান ইউনিসে, হামাস যোদ্ধাদের দ্বারা রেড ক্রসের হাতে হস্তান্তরের আগে হাত নাড়ছেন, ফেব্রুয়ারি ১, ২০২৫।

শনিবার হামাস তিনজন ইসরায়েলি জিম্মি হস্তান্তর করে, যা ইসরায়েল এবং ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠী হামাসের মধ্যে সংঘাত শেষ করার লক্ষ্যে হওয়া এক চুক্তির অধীনে একাধিক বিনিময়ের সর্বসাম্প্রতিক অংশ।

ইসরায়েলে ফিরে আসার আগে গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসে রেড ক্রসের কাছে ৫৪ বছর বয়সী ফরাসি-ইসরায়েলি ওফার ক্যালডেরন এবং ৩৫ বছর বয়সী ইয়ার্দেন বিবাসকে হস্তান্তর করা হয়। ৬৫ বছর বয়সী ইসরায়েলি-আমেরিকান কিথ সিগেল গাজা সিটির সমুদ্রবন্দরে কয়েক ঘন্টা পরে মুক্তি পান।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের সন্ত্রাসী হামলায় বিবাসকে তাঁর স্ত্রী শিরি এবং তাদের দুই যুবক ছেলে, ৫ বছর বয়সী আরিয়েল, এবং ২ বছর বয়সী কফির সহ কিবুতজ নির ওজ থেকে জিম্মি করা হয় । তার পরিবারের ভাগ্য এখনও অনিশ্চিত।

নর্থ ক্যারোলাইনার চ্যাপেল হিল থেকে আসা সিগেল, তার স্ত্রী আভিভা সিগেলের সাথে কিবুতজ কফার আজা থেকে জিম্মি হন। ২০২৩ সালের নভেম্বরে একটি সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন আভিভা সিগেলকে মুক্তি দেওয়া হয়।

কালডেরন তার দুই সন্তানের সাথে কিবুতজ নির ওজ থেকে বিদ্রোহী গোষ্ঠীর হাতে আটক হন। তার সাবেক স্ত্রী, হাদাস কালডেরনও জিম্মি হন, তবে ২০২৩ সালের জিম্মি বিনিময়ের সময় তাদের সন্তানদের সাথে মুক্তি পান।

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাসের হাতে পণবন্দি ৩৪ বছর বয়সী ইয়ার্দেন বিবাসকে হামাস যোদ্ধারা রেডক্রসের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যাচ্ছে। খান ইউনিস, গাজা ভূখন্ডের দক্ষিণাঞ্চল। ফেব্রুয়ারি ১ ,২০২৫।
গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাসের হাতে পণবন্দি ৩৪ বছর বয়সী ইয়ার্দেন বিবাসকে হামাস যোদ্ধারা রেডক্রসের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যাচ্ছে। খান ইউনিস, গাজা ভূখন্ডের দক্ষিণাঞ্চল। ফেব্রুয়ারি ১ ,২০২৫।

ইসরায়েল শনিবার ৯০ জন বন্দী মুক্তি দেওয়ার জন্য সম্মত হয়, যা হচ্ছে চতুর্থ বিনিময়। তবে ফিলিস্তিনি সমর্থনকারী একটি গোষ্ঠী জানায়, ওই সংখ্যাটি হালনাগাদ করে ১৮৩ করা হয়েছে, যাদের দিনে পরের দিকে মুক্তি দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার হামাস তিনজন ইসরায়েলি এবং পাঁচজন থাই নাগরিক সহ আটজন জিম্মিকে মুক্তি দিয়েছে। দিনটির শেষের ইসরায়েল ১১০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি দেয়, যার মধ্যে ইসরায়েলিদের উপর প্রাণঘাতি হামলার জন্য ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

যুদ্ধবিরতি চুক্তির পর ৪,২৩,০০০ জনেরও বেশি ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলে ফিরে এসেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে তাদের অঞ্চলটি ছেড়ে যাওয়ার আদেশ দেয়।

জেনেভাতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) গাজায় মানবিক সহায়তা প্রদানের প্রচেষ্টার বিষয়ে একটি হাল নাগাদ তথ্য প্রদান করেন। কান্ট্রি ডিরেক্টর অ্যান্তোইন রেনার্ড সংবাদদাতাদের বলেন, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর থেকে গোষ্ঠীটি গাজায় ৩২,০০০ এরও বেশি মেট্রিক টন খাবার সরবরাহ করেছে।

তিনি বলেন, ওই পরিমাণটি ডিসেম্বরের তুলনায় দ্বিগুণ এবং অক্টোবরের তুলনায় তিন গুণ বেশি। রেনার্ড বলেন, এখন পর্যন্ত ডব্লিউএফপি ৩,০০,০০০ জন মানুষের কাছে সাহায্য পৌঁছাতে সক্ষম হয়েছে।

এদিকে, শুক্রবার লেবানন সফরের সময় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সৈন্যদের পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানান।

২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা একটি যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি বাহিনীর লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রত্যাহার করার কথা ছিল এবং জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর ২৬ জানুয়ারির মধ্যে লিটানি নদীর উত্তরে সরে আসার কথা। হামাসের মতো হিজবুল্লাহও যুক্তরাষ্ট্র দ্বারা একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন।

ইসরায়েলি বাহিনী নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও একাধিক গ্রামে অবস্থান করছে। রবিবার, যুক্তরাষ্ট্র এবং লেবানন ঘোষণা করে, যুদ্ধবিরতির শর্ত পূরণের সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা এবং গোলাবর্ষণ সহ প্রায় প্রতিদিনই অভিযান চালিয়েছে। তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অস্ত্র স্থানান্তরের চেষ্টার অভিযোগ এনে তাদেরকে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করার জন্য অভিযুক্ত করেছে।

XS
SM
MD
LG