অ্যাকসেসিবিলিটি লিংক

 
সাবিনা ইয়াসমিনঃ মঞ্চে গান গাইতে গাইতে লুটিয়ে পড়া কণ্ঠশিল্পী এখন শঙ্কামুক্ত

সাবিনা ইয়াসমিনঃ মঞ্চে গান গাইতে গাইতে লুটিয়ে পড়া কণ্ঠশিল্পী এখন শঙ্কামুক্ত


বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন
বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন

গান গাইলে গাইতে মঞ্চেই অসুস্থ হওয়ার পর এখন শঙ্কামুক্ত বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

শনিবার (১ ফেব্রুয়ারি) তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন আরেক সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার।

শুক্রবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ''আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব' শীর্ষক এই পরিবেশনায় গান গাইতে গিয়ে মঞ্চে অসুস্থ হয়ে পড়েন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।

এক বছর বিরতির পর মঞ্চে ফিরেছিলেন সাবিনা ইয়াসমিন।

সংগীতশিল্পী দিথি আনোয়ার বলেন, "কিংবদন্তি এই সংগীতশিল্পী তার পরিবেশনা চলাকালে হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মঞ্চেই পড়ে যান। তাকে তাৎক্ষণিকভাবে ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে তার চিকিৎসা চলছে, তবে তিনি এখন শঙ্কামুক্ত।"

দিথি জানান, হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা শেষে দুয়েকদিনের মধ্যেই বাসায় ফিরবেন এই জনপ্রিয় গায়িকা।

শুক্রবারের অনুষ্ঠানটিতে কিংবদন্তি গায়িকা দীর্ঘ প্রতীক্ষার পর মঞ্চে ফিরে এসেছিলেন।

কারণ তিনি সিঙ্গাপুরে তার নিয়মিত চিকিৎসার কারণে এক বছর ধরে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি।

এর আগে দৈনিক প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই শিল্পী জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তার অস্ত্রোপচার হয়েছে, এরপর চার মাসে ৩০ সেশন রেডিওথেরাপি দিতে হয়েছে।

এর আগে সর্বশেষ ২০২৩ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে বেশ কয়েকটি স্টেজ শো করেছেন তিনি। এরপর তাকে আর মঞ্চে পারফর্ম করার জন্য পাওয়া যায়নি।

আয়োজকরা জানান, শনিবারও একই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তার, এরপর চট্টগ্রামে আরেকটি শো হওয়ার কথা ছিল।

সাবিনা ইয়াসমিন বাংলাদেশের সঙ্গীত জগতের এক কিংবদন্তি, মাত্র ১৩ বছর বয়সেই সিনেমায় কণ্ঠ দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

গান গেয়ে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একবার একুশে পদকও পেয়েছেন সাবিনা ইয়াসমিন।

XS
SM
MD
LG