অ্যাকসেসিবিলিটি লিংক

 
টুলসি গ্যাবার্ডঃ জাতীয় গোয়েন্দা প্রধান পদের জন্য ট্রাম্পের বাছাই করা প্রার্থী ‘ব্যয়বহুল ব্যর্থতা’র সমালোচনা করলেন

টুলসি গ্যাবার্ডঃ জাতীয় গোয়েন্দা প্রধান পদের জন্য ট্রাম্পের বাছাই করা প্রার্থী ‘ব্যয়বহুল ব্যর্থতা’র সমালোচনা করলেন


জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক পদে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পছন্দ টুলসি গ্যাবার্ড ক্যাপিটল হিলে শুনানির জন্য সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে উপস্থিত। ফাইল ফটোঃ ৩০ জানুয়ারি, ২০২৫।
জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক পদে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পছন্দ টুলসি গ্যাবার্ড ক্যাপিটল হিলে শুনানির জন্য সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে উপস্থিত। ফাইল ফটোঃ ৩০ জানুয়ারি, ২০২৫।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দার নেতৃত্ব দিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাছাই টুলসি গ্যাবার্ড পূর্ববর্তী প্রেসিডেন্টদের অধীনে গোয়েন্দা সংস্থাগুলির আচরণের সমালোচনা করে বলেন, ট্রাম্পকে খাটো করার জন্য তারা তাদের ক্ষমতা ব্যবহার করেছেন এবং তার সুনাম নষ্টের চেষ্টা করা হচ্ছে।

সাবেক কংগ্রেসওম্যান টুলসি গ্যাবার্ড সিনেট ইন্টেলিজেন্স কমিটির সদস্যদের বৃহস্পতিবার বলেছেন, জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তাকে নিশ্চিত করা হলে তিনি “নতুন দৃষ্টি” নিয়ে আসবেন এবং গোয়েন্দা ১৮টি সংস্থার প্রতি বিশ্বাস পুনরুদ্ধার করবেন; তার মতে, এই সংস্থাগুলি “সর্বকালের সর্বনিম্ন” অবস্থানে রয়েছে।

নিজের মনোনয়ন শুনানির সময় টুলসি গ্যাবার্ড বলেছেন, “দীর্ঘদিন ধরে ত্রুটিপূর্ণ, অপর্যাপ্ত বা অস্ত্র-নির্ভর গোয়েন্দা বিভাগ ব্যয়বহুল ব্যর্থতা বয়ে এনেছে, আমাদের জাতীয় নিরাপত্তা ও ঈশ্বর-প্রদত্ত স্বাধীনতাকে খর্ব করেছে।”

তিনি বলেন, মূল কথা হল, এটা শেষ হওয়া দরকার, প্রেসিডেন্ট ট্রাম্পের পুনর্নির্বাচন গোয়েন্দা গোষ্ঠীর এই ব্যর্থতা ও রাজনীতিকরণের চক্র ভাঙতে আমেরিকার জনগণের পক্ষ থেকে স্পষ্ট রায়।

যে সকল ব্যক্তি তার মনোনয়ন নিয়ে সমালোচনা করেছেন তাদেরও তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। তার যুক্তি, “ঈশ্বর ছাড়া যদি কিছু বা কারও প্রতি অনুগত থাকি তো তা হল আমার নিজের বিবেক ও যুক্তরাষ্ট্রের সংবিধান।”

তিনি তার উদ্বোধনী বিবৃতিতে বলেছেন, “আমার রাজনৈতিক প্রতিপক্ষদের যেটা সত্যিই অস্থির করে তোলে সেটা হল আমি তাদের হাতের পুতুল হতে অস্বীকার করি।”

ট্রাম্পের নভেম্বরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয় লাভের ঠিক পরে তাকে ওই পদের জন্য মনোনীত করার সিদ্ধান্ত কয়েকজন আইনপ্রণেতা ও সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে বিস্মিত করেছিল।

হাওয়াই অঙ্গরাজ্যের সাবেক ডেমোক্রেটিক প্রতিনিধি ও একবারের ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদের মনোনয়ন প্রার্থী টুলসি গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের আর্মি ন্যাশনাল গার্ডে ২০ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন এবং ইরাক ও কুয়েতেও সফর করেছেন। তবে, তাকে কমব্যাট মেডিকেল পদক দিয়ে সম্মানিত করা হলেও তিনি কোনও সিনিয়র নেতৃত্ব পদে নেই।

XS
SM
MD
LG